AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শোভন সর্বহারা… বৈশাখী অন্যের সংসার ভেঙেছে’, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দেবশ্রী

ফেসবুক পোস্টের মাধ্যমে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

‘শোভন সর্বহারা... বৈশাখী অন্যের সংসার ভেঙেছে’, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দেবশ্রী
বৈশাখী- শোভন
| Edited By: | Updated on: Mar 18, 2021 | 9:48 PM
Share

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের। সরাসরি নাম নিয়েই ফেসবুক পোস্টের মাধ্যমে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন দেবশ্রী। বৃহস্পতিবার একটি পোস্টে শোভন-বৈশাখীর উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “খেলা হবে না, খেলা শুরু হয়ে গিয়েছে।”

সাম্প্রতিককালে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগের সিদ্ধান্তকে বিঁধে তাঁর বক্তব্য, “বলছি ও শোভন বাবু মেরুদণ্ডটা কি একেবারেই ভেঙে গেছে ? প্রথমে মেয়রের পদ থেকে সরলেন ,তারপর দল থেকে ,নতুন দলেও ঠাঁই হল না । এখনো বুঝতে পারছেন না ঘরের লক্ষ্মীকে দুঃখ দেওয়ার ফল আপনি পাচ্ছেন ?? আজ আর দল নেই , বাচ্চারাও নেই আপনার সাথে , আপনার স্ত্রীও নেই , কি আছে আপনার কাছে শোভনবাবু বলতে পারেন আপনি ?? আজ আপনি একজন সর্বহারা মানুষ ।”

 

দেবশ্রী গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিজেপি ছাড়ার কথা প্রকাশ্যে আনেন  বৈশাখী। শোভনের পরিবর্তে বেহালা পূর্বে বিজেপির টিকিটে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী ঘোষণার পরেই বৈশাখী তাঁর পোস্টে লেখেন, ““আমার জীবনে আইকন হয়েই তুমি থাকবে। আজকের অপমান আমাদের উদ্দীপনাকে হারাতে পারবে না! আমরা আবার লড়ব এবং জিতব।” তিনি আরও যোগ করেন, “ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা বেশি দিন টিকতে পারে না। বেহালা পূর্বের মানুষ তোমাকে ভালবাসে এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি।” যদিও পরবর্তীতে সেই পোস্ট মুছে দেন বৈশাখী।

 

আরও পড়ুন :ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রোল উষসীকে, ‘বাংলা মিডিয়ামে পড়েছি…’, পাল্টা জবাব অভিনেত্রীর

সেই ঘটনাকে কটাক্ষ করেই এদিন দেবশ্রী লেখেন,” ও দিদি , ও বৈশাখী দিদি , এত রাগ কেন কেন ?? কেন এত রাগ ?? রাজনীতি একটা অনেক সিরিয়াস বিষয় ,আপনি ই বলেছেন । খেলা হবে কেন বলছে দেবাংশু ?? খুব ভুল বলছে কি ?? খেলতে খেলতে আপনি যে অন্যের সংসারটাই ভেঙে দিলেন দিদি । পরিণতিটা দেখলেন ?? আপনি আর আপনার ও কি এখন নতুন দল গড়বেন ??”


একই সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দেবশ্রীর বক্তব্য, “আপনি জিতে গেছেন রত্নাদি ।মানুষকে তার কর্মফল এই জীবনে দিয়ে যেতে হয় ।আমি ,আপনি ,আমরা সবাই আপনার সাথে হওয়া অন্যায়কারী মানুষগুলোর পরিণতি দেখতে পাচ্ছি । আমরা আপনাকে ভালোবাসি ,এগিয়ে যান আপনি দিদির হাত ধরে ,আমরা পিছনে আছি ।”

আরও পড়ুন :‘চেহরে’র ট্রেলারে অবশেষে দেখা মিলল রিয়ার, তবে চোখের পলকে ‘ভ্যানিশ’ অভিনেত্রী

প্রসঙ্গত এই বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন দেবশ্রীর ভগ্নিপতি পরিচালক রাজ চক্রবর্তী। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন দেবশ্রী। তবে শোভন-বৈশাখীর উদ্দেশ্যে তাঁর এই খুল্লামখুল্লা কটাক্ষ রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে চলেছে তা বলবে সময়। তবে শোভন বা বৈশাখী, দেবশ্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।