Tolly Gossip: পানীয় হাতে মুখোমুখি দেবচন্দ্রিমা-রেমো, বর সামলে রাখার ‘উপদেশ’ মিষ্টিকে

Tolly Gossip: মাস তিনেক আগেই বিয়ে হয়েছে মিষ্টি সিং ও রেমো দাসের। তাঁদের বিয়েতে হাজির হয়েছিল প্রায় গোটা টলিউড। শুধু কি তাই? হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Tolly Gossip: পানীয় হাতে মুখোমুখি দেবচন্দ্রিমা-রেমো, বর সামলে রাখার উপদেশ মিষ্টিকে
কেন দেবচন্দ্রিমা-রেমোকে নিয়ে রটল রটনা?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 08, 2023 | 5:44 PM

মাস তিনেক আগেই বিয়ে হয়েছে মিষ্টি সিং ও রেমো দাসের। তাঁদের বিয়েতে হাজির হয়েছিল প্রায় গোটা টলিউড। শুধু কি তাই? হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সব ভালই চলছিল, কিন্তু হঠাৎই রেমোকে নিয়ে চিন্তায় মিষ্টির অনুরাগীরা। কারণ একটাই, টলিপাড়ার এক জনপ্রিয় নায়িকাকে নিয়ে তাঁর ছবি দেখেই চলছে গুঞ্জন। বন্ধুত্বদিবসে রেমোর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। দু’জনের হাতে ধরা পানীয়ের গ্লাস। মুখোমুখি দাঁড়িয়ে দু’জনে। দেবচন্দ্রিমার মুখে হাসি। এই পোস্ট দেখেই মিষ্টির অনুরাগীদের একজন লেখেন, “মিষ্টিদি নিজের বরকে সামলে রেখো, না হলে হাতছাড়া হয়ে যাবে।” এখানেই শেষ নয়, দেবচন্দ্রিমা ও রেমোর সম্পর্ক নিয়েও রটতে থাকে একের পর এক রটনা। যদিও চুপ করে থাকেননি অনেকেই। মিষ্টি ও রেমোর সদ্য বিবাহিত জীবন নিয়ে যাতে রটনা না রটে সে কারণে দেবচন্দ্রিমার ওই ছবির ক্যাপশনের দিকে নজর রাখার পাল্টা উপদেশ তাঁদের। রেমোর সঙ্গে দেবচন্দ্রিমা ছবি শেয়ার করে লিখেছিলেন, “ভাইয়ের চেয়ে ভাল বন্ধু আর হয় না।” ওই যে ছবি, তাও তুলে দিয়েছিলেন খোদ মিষ্টিই। মিষ্টি-রেমোর বিয়েতেও হাজির ছিলেন দেবচন্দ্রিমা। ইন্ডাস্ট্রির অনেকেই জানেন, তাঁর সঙ্গে রেমোর সম্পর্ক নিতান্তই ভাই-বোনের। যদিও রটনা রটতে তো আর বেশি সময় নেয় না!

প্রায় ১৪ বছরের প্রেমের পর বিয়ে করেন মিষ্টি-রেমো। ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন তাঁদের সম্পর্কের কথা। কিন্তু বিয়ের আগে নিজেরা কোনওদিনও সেভাবে প্রকাশ্যে আনেননি ভালবাসা। যদিও বিয়ের পর থেকে রেমোর সঙ্গে ছবির পর ছবি শেয়ার করছেন মিষ্টি। বিদেশে হনিমুনের ছবিগুলি বেশ জনপ্রিয় হয়েছিল।