Tollywood: প্রকাশ্যে রুক্মিনীকে স্ত্রীয়ের পরিচয় দিলেন দেব, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 15, 2022 | 7:13 AM

Viral Video- হাসি-ঠাট্টায় জমজমাট এই শিশুদের ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চেই এবার এ কী বলে বসলেন অভিনেতা?

Tollywood: প্রকাশ্যে রুক্মিনীকে স্ত্রীয়ের পরিচয় দিলেন দেব, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Follow Us

টলিউডে পা রাখার পর থেকেই রুক্মিনী মৈত্র (Rukmini Maitra) ও দেবের (Dev) জুটি এক কথায় হিট। পর্দায় একাধিকবার রোম্যান্সে ঝড় তুলেছেন এই স্টারজুটি (Tollywood Jodi)। ঝুলিতে তাঁদের বিভিন্নস্বাদের ছবি। একের পর এক ছবিতে বিভিন্ন ধাঁচে, বিভিন্ন স্বাদের চরিত্রে নিজেদের তুলে ধরেছেন তাঁরা। পর্দার বাইরেও এই জুটির মধ্যে থাকা সম্পর্কের সমীকরণটা ঠিক কতটা গভীর, তা কম বেশি সকলেরই জানা। রুক্মিনী-দেব মানেই মিষ্টি প্রেমের গল্প। তাঁদের বন্ধুত্বপপূর্ণ সম্পর্ক নিয়ে কখনই তেমন কোনও রাখঢাকের বহার ছিল না। প্রকাশ্যে তাঁরা একে অপরের সঙ্গে ঠাট্টা-মজায় মেতেছেন একাধিকবার। এই জুটির শেষ মুক্তি পাওয়া ছবি ‘কিশমিশ’। যদিও বর্তমানে তাঁদের দর্শক দরবারে নিত্য হাজিরা। সম্প্রতি ডান্স রিয়ালিটি শো-এর বিচারক পদে রুক্মিনী মৈত্র ও দেবকে একসঙ্গে পেয়েছেন দর্শকেরা।

এই জুটির উপস্থিতি তাই এই রিয়ালিটি শো-এর জন্য এক উপরি পাওনা। মাঝে মধ্যেই দেবের নানান মজার কার্যকলাপ সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। হাসি-ঠাট্টায় জমজমাট এই শিশুদের ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চেই এবার এ কী বলে বসলেন অভিনেতা? রুক্মিনী-দেবের সম্পর্কের কথা যদিও কারুর অজানা নয়, তবে এবার সোজা রুক্মিনীকে স্ত্রী-এর পরিচয় দিয়ে বলসেন তিনি! ‘ডান্স ডান্স জুনিয়ার’এর সম্প্রতি সম্প্রচারিত হওয়া এপিসোডে মজার ছলে তেমনটাই বলতে শোনা যায় অভিনেতা দেবকে। তাই বলে বিয়ের খবর! শুনে অনেকেই অবাক…।

ছোটদের নিয়ে বেশ মজার ছলেই শো-এ সকল সেলেবদের উপস্থিতি বর্তমান। এই শো-এর মঞ্চে সকলের প্রিয় ফুগলা রুক্মিনীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। তা কানে আসতেই তাকে কাছে টেনে নিয়ে দেব প্রশ্ন করে বসেন- “আমার বউকে কী করে বিয়ে করতে চাইলে?” ফুগলাকে প্রশ্ন করে বসেন দেব, কী বলেছিস, আমার বউকে নাকি বিয়ে করবি? দেবের প্রশ্ন শুনে অবাক ফুগলা জানতে চায়, দেব কীভাবে জানল? দেবের পাল্টা উত্তর- আমি রঙবাজ, আমার কাছে সব খবর থাকে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এই মজার ভিডিয়ো ক্লিপিং, যাতেই মেতে এখন জুটির ভক্তমহল।

Next Article