Ramkamal Mukherjee: হঠাৎ সারপ্রাইজ়, ‘বন্ধু এমনই হয়…’, দেব-রুক্মিনীর কাণ্ড দেখে আবেগঘন রামকমল
Celebration: কেক কেটে হল ঘরোয়া সেলিব্রেশন। যে ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এখন রামকমলের সঙ্গে দুটি প্রজেক্টে যুক্ত রয়েছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। একদিকে নটী বিনোদিনী, অন্যদিকে দ্রৌপদী।

রামকমল মুখোপাধ্যায়, সম্প্রতি খবরের শিরোনামে নাম লিখিয়েছেন তিনি জাতীয় পুরস্কার জেতার জন্য। শেষ বৃহস্পতিবার বিকেলে জাতীয় পুরস্কার বিজেতার এই তালিকা যখন ঘোষণা করা হয়, তখনই প্রকাশ্যে এসেছিল রামকমলের নাম। মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর। শুভেচ্ছার বন্যার ভেসেছিলেন রামকমল মুখোপাধ্যায়। তারপর কেটে গিয়েছে বেশ কিছু দিন। যদিও কাটেনি সেলিব্রেশন মুড। আর ঠিক তাই এবার বিশেষ সেলিব্রেশনের আয়োজন করলেন অভিনেতা তথা প্রযোজক দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র। কেক কেটে হল ঘরোয়া সেলিব্রেশন। যে ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এখন রামকমলের সঙ্গে দুটি প্রজেক্টে যুক্ত রয়েছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। একদিকে নটী বিনোদিনী, অন্যদিকে দ্রৌপদী।
রুক্মিনীর সঙ্গে রামকমলের বেশ বন্ধুপূর্ণ সম্পর্ক। কাজের সূত্রে অনেকেই বেশ কাছের মানুষ হয়ে ওঠেন। কারও সঙ্গে সম্পর্কটা কেবল সেটেই সীমাবদ্ধ থাকে, কেউ কেউ আবার জীবনের অংশ হয়ে ওঠে। দেব ও রুক্মিনীর সঙ্গে রামকমলের পথচলাটা ঠিক এমনই এক নয়া সম্পর্কের গল্প তৈরি করেছে। এদিন আবেগে ভেসে রামকমল মুখোপাধ্যায় বলেন, ”আমি খুব চমকে গিয়েছিলাম। দেব ও রুক্মিনী দু’জনেই এক দুয়া’র জন্য এত সুন্দর করে সারপ্রাইজ় পার্টি দিয়েছে, সেটা আমার কাছে সত্যি খুব বড় পাওয়া। খুব আবেঘন এক মুহূর্ত। বিনোদিনী একটি নটীর উপাখ্যান ও দ্রৌপদী, এই দুটির কাজের প্রসঙ্গে ছাড়া, আমার ব্যক্তিগত প্রাপ্তিকে ওরা সেলিব্রেট করে, সেটাই বোঝায় কত ভাল বন্ধু আমরা।” ‘এক দুয়া’, পরিচালকের মুকুটে এনে দিয়েছে নয়া পালক। যা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে রাতারাতি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর এই প্রাপ্তির খবর।
এক দুয়া মুক্তির সময় এই ছবির প্রসঙ্গে TV9 বাংলাকে রামকমল বলেছিলেন, “আমার এবং এষার জন্য ‘এক দুয়া’ খুব স্পেশ্যাল। ‘কেকওয়াক’ করার পরে আমাদের দারুণ সম্পর্ক তৈরি হয়েছে। ‘সিজনস্ গ্রিটিংস’ এবং ‘রিক্সাওয়ালা’ করার পর আমি ‘এক দুয়া’র গল্প এষাকে শুনিয়েছিলাম। ওর দারুণ লাগে। এমনকি ও ‘ভরত এষা ফিল্মস’-এর ব্যানারে প্রযোজনা করতেও রাজি হয়। ওর এই ব্যবহারে আমি মুগ্ধ। পুরো ছবিটা দেখে প্রযোজক হিসেবে এষা এবং ভরত গর্ব অনুভব করবে, এটুকু বলতে পারি।”





