অভিনেতা দেব, যিনি একসময় টলিপাড়ার খোকাবাবু ছিলেন, তিনিই এখন ব্যোমকেশ, তিনিই এখন বাঘা যাতীন। একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন তিনি। যাঁর অভিনয় সত্ত্বাকে প্রশ্নের মুখে ফেলেছিল এক সময় নেটজ়েনরা, তাঁদেরকেই এবার একের পর এক জবাব দিয়ে চলেছেন তা এক কথায় নজর এড়াচ্ছে না কারও। চলতি বছর পুজোতে একের পর এক বাংলা ছবি মুক্তির তালিকায়। যেখান থেকে বাদ থাকছেন না দেবও। আসছে তাঁর ছবি বাঘা যতীন। যেখানে নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই ছবির প্রচারেই এখন ব্যস্ত তিনি। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই ছবির টিজ়ার থেকে ট্রেলার ভক্তমনে জায়গা করে নিয়েছে।
মুক্তি পেয়েছে ছবির প্রথম গানও। এবার পালা ছবির দ্বিতীয় গানের। তারই ক্লিপিং শেয়ার করে প্রশংসা কুড়োলেন অভিনেতা দেব। না, কোনও নামডাক গায়ককে দিয়ে গান নয়, বরং তিনি এবার সুযোগ করে দিলেন এমন কিছু শিশু শিল্পীদের যা দর্শকদের মন ছুঁয়ে গেল। কণ্ঠ থেকে তাঁদের মধু ঝড়ছে, অথচ তাঁদের কাছে গানের প্রস্তাব হাতে গোলা। এবার তাঁদেরকেই সামনে তুলে আনার চেষ্টা করলেন দেব। এরা বিশেষভাবে সক্ষম শিশু। যাঁদের গানের কয়েক সেকেন্দের ক্লিপিং-ই শিহরণ জাগিয়ে দিয়ে যায়।
গানটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। যার ক্লিপিং শেয়ার করে অভিনেতা লিখলেন, ”আমরা প্রকাশ করতে চলেছি বাঘা যতীন-এর দ্বিতীয় গান। যে গান নব প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তার বীর গাথার সঙ্গে পরিচয় করাবে।” এই পোস্ট দেখা মাত্রই কেউ লিখলেন, দিন যাচ্ছে দেবদার প্রতি ভালবাসা আরও বাড়ছে, আবার কেউ লিখলেন, ‘অপেক্ষায় রইলাম’।