বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা তথা সাংসদ দেব। একদিকে ব্যোমকেশ অর্থাৎ দুর্গরহস্য ছবির কাজ শেষ করলেন, তারপরই আবার বাঘাযতীন ছবির কাজ শেষ করে ফেললেন অভিনেতা। বছরের শুরু থেকেই বাঘাযতীন ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন দেব। তবে মাঝে বেশ কয়েকদিন তিনি সেই ছবির কাজ থেকে বিরতি নিয়ে শেষ করেন দুর্গরহস্য ছবির কাজ। এবার পালা প্রধান ছবির। তার আগে বাঘাযতীন-এর বাকি অংশের কাজ শেষ করে ফেললেন অভিনেতা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করলেন তিনি বিপ্লবী বাঘাযতীনের সঙ্গে। বাঘাযতীন ছবির লুক বজায় রাখতেই তিনি ধুতি কুর্তাতে এদিন ফ্রেমবন্দি হলেন। কেবল ছবি পোস্ট নয়, সঙ্গে করলেন এক দীর্ঘ পোস্টও।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ”দেশের স্বাধীনতা সংগ্রামে যিনি প্রাণ উৎসর্গ করেছেন, সেই বীরের চরিত্রে অভিনয় করা। অভিনেতা হিসেবে কেরিয়ারে এ আমার এখ উল্লেখ যোগ্য কাজ হয়ে থাকবে। সারা জীবন আমি আমাকে ভাগ্যবান বলে মনে করব। শুটিং শেষ।” এই ছবিতে কাজ করতে গিয়ে নিজেকে অনেক ভেঘে গড়েছেন দেব। পাল্টেছে লুক, শরীরের আদল। তিনি প্রথম থেকে এই ছবি নিয়ে বহু রিসার্চ করেছিলেন। কঠোর পরিশ্রম করেছেন শুটিং সেটে।
ওড়িশা সংলগ্ন এলাকাতে শুট করার সময় চোখে পেয়েছিলেন গুরুতর চোট। তা নিয়েই শুটিং চালিয়ে গিয়েছিলেন অভিনেতা। দেবের এই ছবির লুক সামনে আসতেই সকলেই চমকে গিয়েছিলেন। ছবি মুক্তি পাবে দুই ভাষায়। হিন্দি ও বাংলাতে মুক্তি পাবে বাঘাযতীন। এই প্রথম দেবের কোনও ছবি হিন্দিতে মুক্তি পাচ্ছে। চলতি বছর পুজোয় মুক্তি পাবে এই ছবি। প্রতিবছর পুজোয় পর্দায় একগুচ্ছ ছবি মুক্তি পায়। এবার সেই তালিকায় থাকছে বাঘাযতীন। অন্য লুকে ধরা দেবেন দেব। ছবির টিজারের অপেক্ষায় এখন ভক্তরা।