Dev: শনিবার বিশ্বকর্মা পুজোয় সামিল, আর রবিবার কাছের মানুষের সঙ্গে কোথায় চলেলেন দেব?
Bangla Movie: একের পর এক ছবি দেবের পাইপ লাইনে। লকডাউনের পর দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে একের পর এক ছবি মুক্তি পেয়েছে টলিউডে।

দেব মানেই এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র একটাই খবর কাছের মানুষ। সম্প্রতি নিজের আগামী ছবির প্রমোশনেই ব্যস্ত রয়েছেন অভিনেতা। সঙ্গে প্রজেনজিৎ চট্টোপাধ্যায়। গান মুক্তি থেকে শুরু করে ট্রেলার রিলিজ়, সবেতেই তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় প্রমোশনেরও কোনও খামতি থাকছে না। তবে পর্দায় কাছের মানুষ যেই হোক না কেন, রিল লাইফে দেবের কাছের মানুষটি কে! রবিবার সকালে তাঁর সঙ্গেই দেব বেরিয়ে পড়লেন কিছুটা অন্যরকম সময় কাটাতে। কে তিনি! দেবের মা। এদিন মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করলেন। ক্যাপশনে লিখলেন কাছের মানুষ।
View this post on Instagram
মুহূর্তে দেবের পোস্ট লাইকে ভরে উঠল। শুরু তাই নয়, ভালবাসায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি দেবের ভক্তরা অনুমান করতেও পিছপা হলেন না যে ঠিক কোথায় চলেছেন তাঁরা। কেউ লিখলেন পুজোর শপিং, কেউ লিখলেন ঘুরতে, কেউ আবার উত্তর না খুঁজে সরাসরি প্রশ্ন করে বসলেন, কোথায় যাওয়া হচ্ছে! যদিও সে উত্তরটি দেব দেননি সোশ্যাল মিডিয়ার পাতায়। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেব। শনিবার নিজের প্রযোজনা সংস্থায় বিশ্বকর্মা পুজো করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেও ভুললেন না অভিনেতা।
View this post on Instagram
একের পর এক ছবি দেবের পাইপ লাইনে। লকডাউনের পর দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে একের পর এক ছবি মুক্তি পেয়েছে টলিউডে। তবে হাউসফুলের তকমা গায়ে না লাগলেও বেশকিছু ছবি দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে। তবে সামনেই পুজো। তাকে পাখির চোখ করেই প্রতি বছরই একগুচ্ছ ছবি মুক্তি পায়। এবারও সেই তালিকায় রয়েছে বেশ কয়েকটি, আর পুজোর বক্স অফিসে দেব থাকবে না তা কি হয়! তাই ভক্তদের নিরাশ না করেই কাছের মানুষ দেব-প্রসেনজিৎ এবার হাজির হচ্ছেন তাঁদের আগামী ছবি নিয়ে।





