প্রার্থনা করব কাউকেই যেন হাসপাতালে ভর্তি করতে না হয়: দেব

স্বরলিপি ভট্টাচার্য |

May 31, 2021 | 9:14 PM

কখনও অক্সিজেন পৌঁছে দেওয়া, কখনও বা বেডের ব্যবস্থা করে দিতে এগিয়ে এসেছেন দেব। কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছেন।

প্রার্থনা করব কাউকেই যেন হাসপাতালে ভর্তি করতে না হয়: দেব
দেব অধিকারী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই সক্রিয় দেব (Dev Adhikari)। শুধু তো অভিনেতা (Actor) বা প্রযোজক নন, সাংসদ হিসেবেও তাঁর দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে সব সময় সাধারণ মানুষের পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করেন তিনি। এ বার ডেবরায় কোভিড হাসপাতালে কোভিড ইউনিটের উদ্বোধনে উপস্থিত হলেন তারকা সাংসদ।

সোমবার ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালের কোভিড ইউনিট উদ্বোধনে গিয়ে দেব বলেন, “ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে আজ আরও ১১০টা বেড যোগ করলাম। আগে ৪০টা ছিল। এখানে ভেন্টিলেটার থেকে আরম্ভ করে আইসিউই, সবই আছে। আমি প্রার্থনা করব, কাউকেই যেন এখানে ভর্তি করতে না হয়। কারও যেন করোনা না হয়। হাসপাতালে ভর্তি করার মতো এতটা শরীর খারাপ যেন না হয়।”

কখনও অক্সিজেন পৌঁছে দেওয়া, কখনও বা বেডের ব্যবস্থা করে দিতে এগিয়ে এসেছেন দেব। কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছেন। এ দিন হাসপাতালের উদ্বোধনে গিয়ে ফের করোনা বিধি মেনে চলার বার্তা দিয়েছেন দেব। করোনা যুদ্ধে যে সব স্বাস্থ্যকর্মীরা একেবারে সামনে থেকে লড়াই করছেন, তাঁদের সাধুবাদ জানিয়েছেন। দেবের কথায়, “এই সময়টাও কেটে যাবে। পরের প্রজন্মকে বলার মতো অনেক গল্প থাকবে আমাদের। সেজন্য সুস্থ থাকতে হবে, ভাল থাকতে হবে। মাস্ক পরুন, ভিড় জায়গায় যাবেন না।”

আরও পড়ুন, কোভিডের পর সুস্থ হয়ে ওঠা খুব সহজ নয়, অভিজ্ঞতা শেয়ার করলেন মালাইকা

Next Article