Dev: ‘তখন বলেছিলাম, আমরা সবাই কিন্তু ফাঁসব’, বাংলা সিনেপাড়া নিয়ে কী বললেন দেব
Inside Story: TV9 বাংলায় এসে দাবী করেন, বাংলার সেরার সেরা ব্লকবাস্টার তিনিই উপহার দিয়েছেন। যদিও বাংলা চলচ্চিত্র জগত নিয়ে আক্ষেপ কোথাও না কোথাও আজও দেবের মনের কোণে জমে থাকে।
দেব, কেরিয়ার শুরু করেছিলেন বাণিজ্যিক ছবির অভিনেতা হয়ে। একটা সময় যাঁর অভিনয় নিয়ে রীতিমত কটাক্ষ করত দর্শকমহল। অথচ একের পর এক ছবি ব্লকবাস্টার। TV9 বাংলায় এসে দাবী করেন, বাংলার সেরার সেরা ব্লকবাস্টার তিনিই উপহার দিয়েছেন। যদিও বাংলা চলচ্চিত্র জগত নিয়ে আক্ষেপ কোথাও না কোথাও আজও দেবের মনের কোণে জমে থাকে। এই মর্মেই তাঁকে প্রশ্ন করা হয়, অসম লড়াইয়ে কোনওদিন মোভেশন হারিয়ে ফেলেন না? উত্তরে সুর নরম করেন দেব। ধীর গতিতে বলেন, এখন অভ্যাস হয়ে গিয়েছে। আগে একটু সমস্যা হত। যখন দেখতাম পর্দার পিছনে আমাদের লোক চেষ্টা করছেন ছবিটা নামানোর জন্য। যার সঙ্গে হয়তো সন্ধ্যেবেলা দেখা হয়েছে, চা পান করেছি, সেই হয়তো আড়ালে গিয়ে ছবিটা নিয়ে জলঘোলা করছে। তখন খারাপ লাগে, তখন ভাবি, আজ তাঁরাই কিন্তু বিপদে আছেন।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, তখন তাঁকে বলেছিলাম, তুমি ভাবছ তুমি আমাকে মারছে, আমার ছবিকে মারবে, আমরা সবাই ফাঁসব কিন্তু। তুমিও মরবে, আমিও মরব, আমরা সবাই একটা ইন্ডাস্ট্রি মরব। তখন চিৎকার করলেও কেউ আসবে না কিন্তু। তখন তাঁদের পাওয়া ছিল, তখন তাঁদের স্টোরি কন্টেন্ট ছিল, আমি কারও নাম নিয়ে বলছি না, আমি আমার সলড়াইয়ের কথা বলছি। আমার চ্যাম্প, ককপিট হিট ছবি নামিয়ে দেওয়া হয়েছিল। আমি সাংসদ কিন্তু কোনওদিন আমি আমার ক্ষমতার অপব্যবহার করিনি। ভালবেসে যদি কাজ না হয়, জোর করে কী করব? জোর করে ভিক্ষা পাওয়া যায়, সম্মান তো পাওয়া যায় না। এবার সেই লড়াইটা ইন্ডাস্ট্রি বুঝতে পারছে। যে লড়াইটা পাঁচবছর আগে শুরু করেছিলাম। এই মানুষগুলোই আমার বিরুদ্ধে. ছিল, আজ তাঁদের ছবি শো পায় না। তাঁদেরকে হিন্দি ছবি রিলিজ় করতে হয়। তাঁরা তাঁদের বাংলা ছবি পিছিয়ে দিচ্ছে, আমি একমাত্র যাঁদের সামনে দাঁড়িয়ে ছবি রিলিজ় করছি। ক্রিসমাসে আমি একমাত্র বাঙালি প্রযোজক ছিলাম, যিনি সাহস করে টনিক রিলজ় করেছিলাম। আমি অন্যদেরও বলেছিলাম করো, কেন কেউ করছ না, কীসের ভয় পাচ্ছ? আমি শ্রীকান্ত মেহেতাকে বলেছিলাম, তুমি কাকাবাবু পিছিয় না… ওরা শোনেনি।