Dev: টলিউডের ছকভাঙা ব্যোমকেশ দেব, পরিচালককে দিয়েছিলেন কোন শর্ত?
Inside Story: ফেলুদা কিংবা ব্যোমকেশ, ধোঁয়া ছেড়ে পোজ় দেওয়াটা যেন থাকতেই হবে ছবিতে। কেন? এবার প্রশ্ন তুললেন দেব। ছবি করার আগে পরিচালক বিরসা দাশগুপ্তকে দিয়েছিলেন একটি শর্ত।
সদ্য মুক্তি পেয়েছে দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবির টিজ়ার। যা দেখা মাত্রই ভক্তদের মধ্যে ভাইরাল। ব্যোমকেশ লুকে দেব প্রকাশ্যে এসেছিলেন পোস্টারেই। পরণে সাবেকি পোশাক, চোখে চশমা। তবে গোয়েন্দা লুকের খুব চেনা ছবিতে যে আরও একটি প্রপ চোখে পড়ে, তা হল সিগার বা সিগারেট। ফেলুদা কিংবা ব্যোমকেশ, ধোঁয়া ছেড়ে পোজ় দেওয়াটা যেন থাকতেই হবে ছবিতে। কেন? এবার প্রশ্ন তুললেন দেব। ছবি করার আগে পরিচালক বিরসা দাশগুপ্তকে দিয়েছিলেন একটি শর্ত। ছবির টিজ়ার লঞ্চে এসে সবটাই খোলসা করলেন অভিনেতা। সাফ জানিয়ে দিলেন, তিনি ধূমপান করবেন না। না, কেবল তিনিই নন, অজিতও ধূমপান করবেন না।
কারণ হিসেবে ব্যোমকেশ স্পষ্ট বলেছিলেন, যাঁর স্ত্রি অন্তঃসত্ত্বা তিনি কখনই ধূমপান করতে পারেন না। এখানে দেখানো হচ্ছে সত্যবতী অন্তঃসত্ত্বা। ফলে তিনি কখনই সেখানে ধূমপান করতে পারেন না। অজিতও নয়। দেবের কথা, ছবির মাধ্যমে অভিনেতারা সব সময় চেষ্টা করেন কোনও না কোনও বার্তা দিতে। এক্ষেত্রে তিনি এটাই বোঝাতে চান সাধারণ মানুষদের, যে অন্তঃসত্ত্বা মহিলার সামনে ধূমপান করা এক প্রকার অসম্ভব। এখানেই শেষ নয়, দেব আরও জানান, ছবিতে যে অজিতকে গম্ভীর থাকতে হবে, সেটাই বা কোথায় লেখা আছে!
দেব চেয়েছিলেন চেনা ব্যোমকেশের ছকটা ভেঙে দিতে। চশমাটাও চেয়েছিলেন না পরতে। কিন্তু ব্যোমকেশ লুকের জন্য ঠিক যে ছবিটা পরিকল্পনা করেছিলেন দেব ও তাঁর টিম, তাতে চমশাটা না থাকলে, মুখটা ঠিক মানাচ্ছিল না। সেই কারণেই তিনি চশমাটা পরেন। নয়তো অতীতে তিনি কোনও চরিত্রের জন্যই চশমা ব্যবহার করেননি বলেও দাবি করেন। ব্যোমকেশ ছবি দর্শকদের ভাল লাগবে বলেই এদিন দাবি করেন দেব। তাঁর কথায়, যেভাবে ছবিটিকে পর্দায় তৈরি করা হচ্ছে, বড়পর্দায় দেখার মজাই আলাদা হবে বলেই এদিন দাবি করেন তিনি। তবে একটা কথা স্পষ্ট জানিয়ে দেন, অতীতে ব্যোমকেশ করা কোনও অভিনেতাকেই অনুকরণ করছেন না তিনি। তাঁর কথায়, কারও ব্যোমকেশ দেখে যদি তিনি অনুপ্রাণিত হন, তবে তাঁকে নকল করার চেষ্টা করবেন, এটা তিনি চাননি কখনই।