শহরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি । নগরীর এক কোণে তখন তৈরি হচ্ছে এক মিষ্টি স্মৃতি। যা সিনেমায় খুঁজলে হয়তো দেখতে পাবেন না। কিন্তু সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করতে ভুললেন না দেব। তুমুল বৃষ্টিতে শুটিং। তারই ফাঁকে পরম-যত্নে অভিনেতার মাথা-মুখ মুছিয়ে দিচ্ছেন ছবির নায়ক পরাণ বন্দ্যোপাধ্যায়।
টনিকের শুটিংয়ের এক টুকরো স্মৃতি নিজের ইনস্টাগ্রাম ওয়ালে তুলে ধরলেন দেব। ভিডিয়োতে পরাণকে দেখে মুগ্ধ নেটিজেন। আশিতেও কাজের প্রতি যে ভালবাসা তাঁর সেই ঝলকও মিলেছে সেখানে। একটি সিনেমা তৈরির নেপথ্যে থাকে বহু মানুষের পরিশ্রম। বহু বহু টাকার লগ্নি। তাই বৃষ্টির সেই বেসামাল পরিস্থিতিতেও কাজের প্রতি অনড় প্রবীণ অভিনেতা যা মুগ্ধ করেছেন দেবকেও। ভিডিয়োতে তাঁকে বলতেও শোনা যাচ্ছে, “৮0 বছরের একটা লোক যে পরিশ্রম করলেন বৃষ্টিতে ভিজে আমার কিছু বলার নেই, এই আবহাওয়ায় এত কষ্ট করতে বোধহয় এই লোকটাই পারে”। হাসিমুখে দেবকে কাছে টেনে পরাণ বন্দ্যোপাধ্যায় তখন সস্নেহে মাথা মুছিয়ে দিচ্ছেন তাঁর। গাল টিপে বলছেন, “আমি একা নাকি, পরিশ্রম তো তুইও করেছিস”।
২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘টনিক।’ ছবির প্রচার চলছে জোর কদমে। ‘ও টনিক’ তালে মজেছে আট থেকে আশি। তারই মাঝে কাকা-ভাইপোর অফস্ক্রিন রসায়নের ঝলক পাওয়া গেল।
এই ছবির মাধ্যমেই প্রথমবার দেব-পরাণ জুটিকে পর্দায় দেখবে দর্শক। পরাণের জীবনে ভাল থাকার টনিক হয়ে জীবনে আসে দেব। তারপর কোন খাতে তাঁদের জীবন গড়ায় তা জানা যাবে দিন কয়েক পরেই । কিন্তু ক্যামেরার ওপারেও তাঁদের জীবন এক সুতোয় বাঁধা হয়ে গিয়েছে এই মুহূর্তগুলো তো তারই প্রমাণ।
আরও পড়ুন- Sarat Kumar Mukherjee Demise: শীতের ভোরে শরৎ বিদায়, শোকস্তব্ধ বাংলার সাহিত্য জগৎ