টলিউডে এখন দুই ব্যোমকেশে বিভক্ত। একদিকে দেব অন্যদিকে অনির্বাণ। দেবকে পর্দায় আনছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। অন্যদিকে অনির্বাণকে পর্দায় নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। এর আগে দুই ব্যোমকেশের লুক প্রকাশ্যে এসেছিল। এবার বিরসার ব্যোমকেশের প্রথম ঝলক সামনে আনলেন দেব। তবে চুপ করে থাকলেন না সৃজিতও। তিনিও শেয়ার করলেন তাঁর ‘দুর্গরহস্য’-র পোস্টার। প্রতিযোগিতা যে শুরু হয়ে গিয়ে তা যেন পরোক্ষেই বুঝিয়ে দিচ্ছে টলিপাড়া। এ দিন ব্যোমকেশের টিজার শেয়ার করে দেব লেখেন, “আমাদের কোনও শর্ত নেই। শুধু একটা আবদার আছে। যদি ভাল লাগে তাহলে অবশ্যই জানাবেন আর নিজের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন।”
তিনি আরও লেখেন, ““ব্যোমকেশ” এর পুরো টীম অনেক পরিশ্রম করেছে, আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের খুব ভালো লাগবে।” অন্যদিকে সৃজিতের শেয়ার করা পোস্টারে লেখা, “বংশীধর? আমি কিন্তু সহজে দুর্গ ছাড়িব না। ধননর্জয়ধ্বম্! ধননর্জয়ধ্বম্!” — ব্যোমকেশ ও দুর্গরহস্যের সেই পরিচিত লাইন। সঙ্গে তাঁদের স্ট্যাটিক পোস্টার। দেব-বিরসা, অনির্বাণ-সৃজিত— টলিপাড়ায় পরিচিত নাম। তাঁদের নিজস্ব ফ্যানবেস রয়েছে। সেই দুই পক্ষের মধ্যেও কিন্তু চলছে জোর তরজা। সব মিলিয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নন। তবে শেষ হাসি এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, এর আগে দুই পরিচালকই জানিয়েছেন, ছবিটি নিয়ে তাঁদের মধ্যে আদপে রেষারেষি নেই। কিন্তু সত্যিই কি তাই? নেটিজেনদের সহাস্য প্রশ্ন, “তবে কেন একই দিনে পোস্টার শেয়ার? এ কি আদপে প্রতিযোগিতা নয়’? টলিউডের অন্দরেও চলছে নানা আলোচনা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক টলিপাড়ার এক প্রযোজকের প্রশ্ন, “বাংলা ছবির অবস্থা বিশেষ ভাল নয়। হাতেগোনা ছবি হিট, এরই মধ্যে একই টপিক নিয়ে দুই পরিচালকের ছবি বানানো কি আদপে উচিৎ?” প্রশ্ন উঠেছে, কিন্তু উত্তর মেলেনি।