Devlina Kumar: ‘লেপার্ড প্রিন্ট’ বিকিনিতে বিধায়ক-কন্যা, ভাইরাল হল দেবলীনার সমুদ্র-যাপন
Devlina Kumar: দেবলীনা বাবা দেবাশিস কুমার কলকাতা পুরনিগমের (KMC) মেয়র পারিষদ ও বিধায়ক। বাবা মায়ের একমাত্র সন্তান দেবলীনা। তাই ছোট থেকেই প্যাম্পার্ড।
ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। তাইল্যান্ডের বিচেই শুরু হয়েছিল তাঁর নতুন বছর যাপন। সঙ্গে গিয়েছিলেন স্বামী গৌরব চট্টোপাধ্যায়ও। ট্রিপ শেষ হলেও রেশ জারি। ওই ট্রিপের একের পর এক ছবি শেয়ার করছিলেন দেবলীনা। রবিবারের অলস দিনে শেয়ার করলেও এক ভিডিয়োও। টানটান শরীরে লেপার্ড প্রিন্টের বিকিনি, খোলা চুল আর এক গাল হাসিতে তিনি যেন ‘পিকচার পারফেক্ট’। পেয়েছেন নতুন নামও– ‘বলিউডের দীপিকা পাড়ুকোন’ হিসেবে পেয়েছেন আখ্যাও। এ রবিবার দিনটা ভাল মন্তব্যের মধ্যে দিয়ে শুরু হলেও গত সপ্তাহের রবিবারের চিত্রটা কিন্তু এমন ছিল না। ‘পাঠান’ ছবির বিতর্কিত গান ‘বেশরম’ -এর একটি রিলস ভিডিয়ো বানিয়েছিলেন তিনি। পরেছিলেন মনোকিনি। সেই রিলস শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই শুরু হয় ট্রোলিং। একজন লেখেন, “ইনি কিন্তু একসময় ভোটে দাঁড়াবেন। ভাবা যায়?” সে উত্তরও দেন দেবলীনা। নিজের রাজনৈতিক পরিচয় সম্পর্কে ওয়াকিবহাল বিধায়ক কন্যা ট্রোলারলে উত্তরে লেখেন, “ভাবুন ভাবুন, ভোটটা দেবেন কিন্তু।”
দেবলীনা বাবা দেবাশিস কুমার কলকাতা পুরনিগমের (KMC) মেয়র পারিষদ ও বিধায়ক। বাবা মায়ের একমাত্র সন্তান দেবলীনা। তাই ছোট থেকেই প্যাম্পার্ড। সেই স্বীকারোক্তি আগেই টিভিনাইন বাংলাকে করেছিলেন দেবাশিস। বছর দেড়েক আগে মেয়ের বিয়ের দিন সকলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, “আমার একটা মাত্র মেয়ে, প্যাম্পার্ড। আমারই দোষ, ওকে প্যাম্পার করে ফেলেছি। তবে ওর হৃদয় অনেক বড়। আমার মনে হয় ওর যা গুণ আছে তা দিয়ে নিশ্চয়ই ও ওই পরিবারকে নিজের পরিবার করে নিতে পারবে।” মেয়ে অবশ্য তা পেরেওছেন। গৌরবের সঙ্গে দেবলীনার সম্পর্ক বেশ মধুর। এ তো গেল ব্যক্তিগত জীবনের কথা। পেশাগত জীবনেও এই মুহূর্তে দারুণ ব্যস্ত তিনি। রয়েছে ধারাবাহিকের কাজ। একই সঙ্গে তিনি এক নামজাদা বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারারও। ট্রোলিংকে পাররা না দিয়ে নিজের মতোই বাঁচেন দেবলীনা। সঙ্গে রয়েছে মা-বাবার সাহস ও পরিবারের মনের জোর।
View this post on Instagram