নায়ক-নায়িকাদের ট্যাটু প্রেমের কথা অজানা নয়। সে নুসরাত জাহানই হন অথবা মিমি চক্রবর্তী। শরীরের বিভিন্ন জায়গায় কখনও কেউ মেসেজ দিতে বা নেহাত শখেই এঁকেছেন নানা ধরনের বাহারি ট্যাটু। মিমি চক্রবর্তী বিভিন্ন সময়ে তাঁর ট্যাটু প্রদর্শন করেছেন। মিমির ডান হাতের নটরাজ ট্যাটুর কথা তো সকলেরই জানা। তবে জানেন কি মিমির শরীরে রয়েছে আরও এক ট্যাটু?
তলপেটের ডান দিকে এক পালক আঁকা ট্যাটু রয়েছে মিমির। তবে ওই ট্যাটুর নেপথ্যে লুকিয়ে এক সিক্রেট। কী সেই গোপন রহস্য। ছোটবেলার এক দাগ ঢাকতেই তলপেটে ট্যাটু করিয়েছেন তৃণমূল সাংসদ। এ কথা নিজেই বলেছেন সাক্ষাৎকারে। অ্যাপেনডিক্স অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সেই দাগ আজও মিলিয়ে যায়নি। ক্রপ টপ পরলে তা হয়ে থাকত দৃশ্যমান। আর তা ঢাকতেই মিমির আশ্রয় ওই পালক ট্যাটু। ওই যে কথায় বলে, ‘দাগ আচ্ছে হ্যায়’। বেশ কিছু সময় আগে নিজেই প্রথম বার ট্যাটু সিক্রেট শেয়ার করেছিলেন তিনি। তাঁর হাতে আঁকা নটরাজ ট্যাটু।