Dipankar De: আচমকাই সন্তান-হারা দীপঙ্কর দে, ‘খুব ভেঙে পড়েছে’, বললেন দোলন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 31, 2023 | 2:29 PM

Dipankar De: অভিনেতা দীপঙ্কর দে'র পরিবারে বড় বিপর্যয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তাঁর বড় মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা আগেই ছিল।

Dipankar De: আচমকাই সন্তান-হারা দীপঙ্কর দে, খুব ভেঙে পড়েছে, বললেন দোলন
দীপঙ্কর দে।

Follow Us

অভিনেতা দীপঙ্কর দে’র পরিবারে বড় বিপর্যয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তাঁর বড় মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা আগেই ছিল। শনিবার তা বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিন বার অ্যাটাক হয়, এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর স্বামী অনিল কুরিয়াকোসো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন দীপঙ্কর। টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তারঁ স্ত্রী দোলন রায়ের সঙ্গে।

তিনি বলেন, “শনিবারই শরীরটা খারাপ করেছিল। কিছুতেই হাসপাতালে আসতে চাইছিল না। জোর করাতে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই পর পর তিনটে অ্যাটাক হয়। ভেন্টিলেশনে দেওয়া হয়। মাল্টি অরগ্যান ফেল করছিল। বুধবার রাতে সব শেষ।” দোলন যোগ করেন, “এই মুহূর্তে আমার একটাই কাজ, তা হল টিটোর পাশে দাঁড়ানো। ওকে আগলে রাখা। ভীষণ ভেঙে পড়েছে।” আজ নয়, আগামীকাল তাঁর দেহ কবরস্থ করা হবে। বৈশালী বিবাহসূত্রে খ্রিস্টান। সেই কারণেই সেই ধর্মমতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জনা গিয়েছে।