প্রধান ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা তুঙ্গে। বর্তমানে একের পর এক ছকভাঙা ছবি দর্শকদের উপহার দিচ্ছেন অভিনেতা দেব। এবার তিনি পুলিশের ভূমিকায়। একদিকে পর্দায় রমরমিয়ে চলছে ব্যোমকেশ ও দূর্গরহস্য, তারই মাঝে গোটা টিম নিয়ে প্রধান ছবির কাজ শুরু করলেন অভিনেতা। যেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সদ্য গোটা টিম উড়ে গিয়েছে উত্তরবঙ্গে। কলকাতার বুকে সামান্য কিছু শুটিং সেরেই সকলে পাড়ি দিলেন পাহাড়ে। সেখানেই এক লম্বা শিডিউল। টানা ১৭ থেকে ১৮ দিন শুটিং হবে সেখানে। বর্ষার মাঝে কোথাও গিয়ে যেন বৃষ্টিও সমস্যা সৃষ্টি করছে, যদিও সকল বাধা অতিক্রম করে টিম প্রধান হইহই করে ছবির কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি শোনা গিয়েছিল অসুস্থ হয়েছিলেন দেব। গাএছ ছিল জ্বর। যদিও এখন ভালই আছেন তিনি। উত্তরবঙ্গের শুটিং মাঝে এবার একফালি ভিডিয়োতে ধরা দিলেন তিনি।
মঙ্গলবার মধ্যরাত, হঠাৎই সকলে মিলে বাইরে হাজির, সামনে রাখা দুটি কেক। টিমের অধিকাংশ সদস্যই এদিন উপস্থিত ছিলেন এই মধ্য রাতের আচমকাই আয়োজিত পার্টিতে। পরিচালক অভিজিৎ সেনের জন্মদিন বলে কথা। সকলে মিলে একযোগে জন্মদিনের সেলিব্রেশনে মাতলে। পাশে দাঁড়িয়ে থাকা দেবও সামিল হলেন এই আয়োজনে। মুহূর্ত ফ্রেমবন্দি করেন ছবির অপর অভিনেতা বিশ্বনাথ বসু। বিশ্বনাথ সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সক্রিয়। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিয়ো থেকে ছবি পোস্ট করে থাকেন তিনি।
প্রধান শুটে যাওয়ার পথে তিনি যেমন বিমান থেকে ভিডিয়ো শেয়ার করেছিলেন, তেমনই শুটিং ফাঁকে অবসরে হোটেলের ঘর থেকে একটি ভিডিয়ো শেয়ার করে পাহাড়ের এই সফর থেকে তাঁর বেশ কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেন। জানান, প্রধান ছবির টিমে কারা কারা রয়েছেন। এবার তিনিই শেয়ার করলেন এই ভিডিয়ো। মুহূর্তে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর অসুস্থ হওয়ার পর দেবকে নিয়ে উদ্বিঘ্নে ছিলেন যাঁরা, তাঁরাও একঝলক সুপারস্টারের দর্শন পেয়ে খুশি। এদিন খুশি হয়ে সকলকে কী উপহার দিলেন দেব? জানিয়ে দিলেন অভিজিতের জন্মদিন উপলক্ষে ২ ঘণ্টা কলটাইম পিছিয়ে।