হাসপাতালে ভর্তি করা হল পরিচালক অনীক দত্তকে। মঙ্গলবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন পরিচালক। রয়েছে শ্বাসকষ্টের সমস্যা। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল। দীর্ঘদিন ধরেই সিওপিডি তে আক্রান্ত পরিচালক। রয়েছে ফুসফুসের অন্যান্য সমস্যাও। কিন্তু হঠাৎই সোমবার অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এই মুহূর্তে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পরিচালকের অসুস্থতার খবরে চিন্তায় তাঁর অনুরাগীরা। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন— চলছে আরোগ্য কামনা।
টলিউডে পরিচিত নাম অনীক দত্ত। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ওই ‘পলিটিকাল স্যাটায়ার’ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। এমনকি অনীকের ছবি প্রদর্শনেও এসেছিল নানা বাধা। কিন্তু ছবিটি সুপারহিট হয়েছিল। তাঁর সাম্প্রতিক পরিচালনা ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের জীবনকাহিনী নিয়েই এই সিনেমা তৈরি হয়েছিল। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল জিতু কামালকে। বড় পর্দায় সেই অর্থে আনকোরা জিতুকে নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন পরিচালক। জিতুর অভিনয় ও অনীকের পরিচালনা বেশ মনোগ্রাহী লেগেছিল দর্শকের। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ওই ছবি বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। তা নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন পরিচালক। অনুষ্ঠানে হাজিরও ছিলেন অনীক। এর পরেই সোমবার হঠাৎই অসুস্থ ও মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। উদ্বিগ্ন সকলেই।