Tollywood news: এবার তোপসের চরিত্রে আবীর চট্টোপাধ্যায়; শুটিং শুরু করে দিয়েছেন অনীক দত্ত

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 12, 2023 | 1:55 PM

Anik Dutta-Abir Chatterjee: কোন ফেলুদা ছবি তৈরি করছেন অনীক? সেই ছবিতেই আবীরের সঙ্গে প্রথম কাজ করছেন পরিচালক।

Tollywood news: এবার তোপসের চরিত্রে আবীর চট্টোপাধ্যায়; শুটিং শুরু করে দিয়েছেন অনীক দত্ত

Follow Us

মাস কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা ছবির পরিচালক অনীক দত্ত। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। মাঝে সানি দেওলের ছেলের বিয়েতেও গিয়েছিলেন অনীক। সে সব এখন মিটে গিয়েছে। ফের কাজে মন দিয়েছেন পরিচালক। তাঁর তৈরি ‘অপরাজিত’ (সত্যজিৎ রায়ের প্রথম ছবি ‘পথে পাঁচালি’ নির্মাণের কাহিনি নির্ভর সিনেমা) মুক্তির পর ফের আর একটি বাংলা ছবি তৈরি করতে চলেছেন অনীক। তাঁর অন্যান্য ছবির মতো এই ছবিতেও রয়েছে সত্যজিৎ রায়ের উপাদান। গতকাল, অর্থাৎ সোমবার (১১ সেপ্টেম্বর) শুরু হয়েছে ছবির শুটিং। সারা রাত শুটিং চলেছে মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার বিখ্যাত রেস্তোরাঁ ট্রিঙ্কাসে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্য়ায়। চরিত্রের নাম বেশ মজার। কী জানেন?

ছবির নাম ‘যত কাণ্ড কলকাতায়’। এটি পরিচালকের মৌলিক গল্প নির্ভর থ্রিলার ছবি। TV9 বাংলাকে অনীক জানিয়েছেন, ছবিতে গোয়েন্দা নেই, কিন্তু গোয়েন্দাগিরি আছে। এবং আছে সত্যজিৎ রায়ের ছোঁয়াও। কী সেটা? অনীক বলেছেন, “আমার গল্পের নায়কের নামেই রয়েছে সেই টাচ। চরিত্রটা অনেকটা ফেলুদার মতো। কিন্তু নাম তোপসে। অর্থাৎ, ফেলুমিত্তিরের সহকারীর নাম। তোপসের চরিত্রে অভিনয় করছেন আবীর। গতকাল (পড়ুন সোমবার) আমরা সারারাত শুটিং করেছি। বেশ ভাল লাগছে।”

কলকাতাতে শুটিং হবে ছবির। চলতি মাসের ২০ তারিখে দার্জিলিঙেও শুটিং করতে যাবেন অনীক এবং ‘যত কাণ্ড কলকাতায়’-এর গোটা টিম। শুটিংয়ের কিছু ছবি শেয়ার করেছেন প্রযোজক ফিরদাউসুল হাসান।

এর আগে আবীরের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল অনীকের। ‘অপরাজিত’তেই কাস্ট করার ইচ্ছা ছিল তাঁকে। কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এবার দুই প্রতিভাবান একসঙ্গে কাজ করবেন। আবীর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী নৌসাবা আহমেদ। কলকাতার রোজ়া এবং ঋকও আছেন তাতে।

Next Article