Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandita Roy: অসুস্থ পরিচালক নন্দিতা রায়, ভর্তি হাসপাতালে

Nandita Roy: 'ইচ্ছে' এই জুটির প্রথম ছবি। প্রথম ছবিতেই প্রমাণ করেছিলেন গল্পই আসল। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে নিজেদের জায়গা পাকা করেছিলেন নন্দিতা-শিবপ্রসাদ।

Nandita Roy: অসুস্থ পরিচালক নন্দিতা রায়, ভর্তি হাসপাতালে
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 10:13 AM

অসুস্থ পরিচালক নন্দিতা রায়। তবে খবর প্রকাশ্যে আসতে সময় লাগল বেশ খানিকটা। সদ্য উইন্ডোজ প্রোডাকশনের ছবি ফাটাফাটি মুক্তি পেয়েছে। তার আগেই ছবির স্ক্রিনিং-এ দেখা মিলল না নন্দিতা রায়ের। কোথায় ছবির পরিচালক? খোঁজ নিয়েই মিল উত্তর। অসুস্থ নন্দিতা রায়। ভাল নেই তিনি। গায়ে জ্বর, তবে বাড়িতে বিশ্রামে নয়, রীতিমত শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি বাংলায় একের পর এক ভাল ছবি উপহার দিয়ে চলেছেন। বিশেষ করে মে মাস মানেই এই প্রযোজনা সংস্থার কাছ থেকে এক ভাল ছবি উপহার পাওয়া। যা বক্স অফিসে বেশ ভাল প্রভাব ফেলেছে।

পরিচালক দ্বয়ের এবারের ছবি ফাটাফাটি। তবে নন্দিতার দেখা না মেলাতেই চিন্তার ভাঁজ সকলের কপালে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। পরিস্থিতি খুব একটা ভাল না হওয়ায় পরিবারের তরফ থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসারত পরিচালক। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তিনি। তবে চিন্তার কোনও কারণ নেই। খবর সামনে আসা মাত্রই তা ভক্তদের মনে উদ্বেগের সঞ্চার করে। যদিও নন্দিতা রায়ের তরফ থেকে এই বিষয় কিছুই জানানো হয়নি।

‘ইচ্ছে’ এই জুটির প্রথম ছবি। প্রথম ছবিতেই প্রমাণ করেছিলেন গল্পই আসল। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে নিজেদের জায়গা পাকা করেছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। আজ ফেলে আসা সময়ের দিকে তাকিয়ে কী মনে করেন, কতখানি ইচ্ছেপূরণ হল? TV9 বাংলা থেকে যোগাযোগ করা হলে শিবপ্রসাদ বলেছিলেন, “আমাদের এই সুন্দর যাত্রা পথে দর্শকরা সঙ্গে ছিলেন। আমাদের আর কিছু ছিল না। পুঁজি ছিল না। তারকাও ছিল না। আমরা বরাবরই ভাল গল্প বলার চেষ্টা করেছি। এবং অদ্ভুতভাবে আমাদের শক্তি হয়ে গেলেন দর্শক।

প্রত্যেক সিনেমাতেই দর্শক এসেছেন ছবি দেখতে। তাঁরা এসেছেন শুরুমাত্র সিনেমাকে ভালোবেসে।” আর পিছন ফিরে দেখেননি। পরিচালকদ্বয় হিসেবে জয়যাত্রা শুরু। তৈরি করেন উইন্ডোজ প্রযোজনা সংস্থা। একে একে মুক্তি পায় ছবি। তালিকা অনেক লম্বা – ‘মুক্তধারা’, ‘অলীক সুখ’, ‘বেলাশুরু’, ‘প্রাক্তন’, ‘রামধনু’, ‘পোস্ত’র মতো আরও অনেক ছবি। ‘ইচ্ছে’ দিয়ে যাত্রা শুরু করে ক্রমেই দর্শকের মনের গভীরে পৌঁছতে পেরেছেন এই দুই পরিচালক।