চিনতে পারছেন এই অভিনেতাকে? বর্তমানে তিনি একজন নামী অভিনেতা। কেবল তাই নয় তিনি একাধারে প্রযোজকও। এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বহু বছর ধরে। তাঁরা কবে বিয়ে করছেন সেটা নিয়ে সক্কলের মাথা ব্যথা। কিন্তু লোকের প্রশ্নকে তোয়াক্কা না করে চুটিয়ে প্রেমটাই করছেন। এবার কি চিনতে পারলেন? একটু হিন্টস – এই অভিনেতা বর্ধমানের ছেলে। মজার একটা ডাক নাম আছে তাঁর – স্যানট্রোলা!
তিনি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আউটসাইডার। বাইরে থেকে এসে অভিনয় করছেন। কোনওদিনও কোনও বাবা-কাকা-জেঠা-দাদা ছিল না। কঠোর পরিশ্রম করে নিজেই নিজের জমি শক্ত করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এখন তিনি একজন প্রযোজকও। ছবিতে অভিনয় করার পাশাপাশি বেশ কিছু ছবি প্রযোজনাও করছেন অঙ্কুশ। তিনি কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুলির একটি এই ছবিটি।
ভাইফোঁটার দিন ছবি পোস্ট করেছেন নিজের ওয়ালে। এবং লম্বা পোস্ট করে লিখেছেন, “আমার জীবনের সেই সব মুহূর্ত, যে সময় মস্তিষ্ক ছিল চাপমুক্ত। হৃদয় ছিল আরও পরিষ্কার। শত্রু ছিল শূন্য। চাহিদা ছিল কম। যাই হোক। বলো তো প্রথম ছবিতে আমি কোনটা? বড় বয়সে যাঁরা আমাকে খালি গায়ে দেখেছেন, তাঁরা বাদ দিয়ে।”