বুধবারের সকালটা একেবারেই ভাল নয় বাঙালি পাঠক এবং সিনেমাপ্রেমী মানুষের জন্য। হঠাৎই খবর আসে প্রয়াত হয়েছেন লেখক সুজন দাশগুপ্ত। তিনিই খাদ্যরসিক বাঙালি গোয়েন্দা একেনবাবুর স্রষ্টা, তা এতদিনে জেনে গিয়েছেন মানুষ। আমেরিকাবাসী সুজনবাবু কলকাতায় এসেছিলেন কিছুদিন আগে। বইমেলায় একেনবাবুর নতুন বই প্রকাশ হওয়ার কথা। তারপর আবার চলে যেতেন। কিন্তু বুধবার সকালে খবর আসে নিজের অ্যাপার্টমেন্টে পাওয়া গিয়েছে তাঁর নিথর দেহ। এই খবরে রীতিমতো বাকরুদ্ধ হয়েছেন খোদ একেনবাবু, অর্থাৎ যে অভিনেতা এই চরিত্রটি বড় পর্দা এবং ওয়েব সিরিজ়ের পর্দায় ফুটিয়ে তুলেছেন। এবং অভিনেতা হিসেবে নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। তিনি অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। TV9 বাংলার থেকেই প্রথম এই দুঃসংবাদ শুনেছেন অভিনেতা।
কী বলেছেন অনির্বাণ?
TV9 বাংলার কাছ থেকেই প্রথম জানতে পারেন অনির্বাণ, যে তাঁর অভিনীত এবং প্রশংসিত চরিত্র ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্ত আর নেই এই পৃথিবীতে। তিনি প্রথমে বিশ্বাসই করতে চাননি, তার কারণ, কিছুদিন আগেই তিনি কথা বলেছেন মানুষটার সঙ্গে। অনির্বাণের শুনেই বলেন, “সে কী, কী খবর শোনালেন। কখন ঘটল? উনি তো এখন কলকাতাতেই রয়েছেন। মাঝে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। আমার সঙ্গে ২-৩দিন আগে কথাও হয়েছে। এমনকী, ২৪ তারিখে ওনার বাড়িতে আমার যাওয়ারও কথা। অর্থাৎ, সামনের মঙ্গলবার-বুধবার নাগাদ…”
অনিবার্ণের সঙ্গে আমেরিকা থেকেও কথা বলতেন সুজন। তিনিই জানালেন, এবারের বইমেলায় তাঁর বই উদ্বোধন হওয়ার কথা ছিল। বলেছেন, “আমি জানি, উনি কলকাতায় এসেছিলেন বইমেলার জন্যই। এবারের বইমেলায় ওনার একেনবাবুর আর একটা খণ্ড প্রকাশিত হওয়ার কথা। সেই কাজটা শেষ করে ওনার চলে যাওয়ার কথা ছিল। অনেকদিন আগেই তিনি এসেছেন কলকাতায়।”
অনির্বাণ আরও বলেছেন, “হাসপাতাল থেকে যখন বাড়ি ফিরেছিলেন আমার সঙ্গে ফোনে কথা হয় সুজনবাবুর। ওনার তো কেউ এখানে থাকেন না। স্ত্রীকে নিয়ে এসেছিলেন আমেরিকা থেকে। আমি তো কিছু বুঝতেই পারছি না কী থেকে কী হয়ে গেল বিষয়টা। শান্তিনিকেতনে যেতেন। ২৪ তারিখের আগে চলে আসার কথাও ছিল। আমি খুবই অসহায় হয়ে পড়েছি। জানেন আমেরিকার ফোন নম্বর থেকেই যোগাযোগ করতেন। এখানকার কোনও নম্বরও হয়তো ছিল না মানুষটার।”
অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল একেনবাবু চরিত্রটি। তাঁকে লাইমলাইটে এনেছিল। সেই চরিত্রকে জন্ম দিয়েছেন সুজন দাশগুপ্ত। তাঁর চলে যাওয়া অনির্বাণের কাছে পিতাকে হারানোর মতোই বেদনাদায়ক। কথাটা বলতে গিয়ে কথা হারিয়ে যাচ্ছিল অনির্বাণের। নিজেকে ধাতস্থ করতে চেয়েছেন অভিনেতা।