Koushani Mukherjee: ‘সুযোগ দাওনি, তাই তুমি বলার কেউ নও আমি অভিনয় পারি কিনা’
Koushani Mukherjee: এত বছর কাজ করেও এই বদনাম নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তাঁকে... কেমন লাগে তাঁর? রাজ চক্রবর্তীর আগামী ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-এ কি এই বদনাম খানিক ঘুচল তাঁর?
কৌশানী মুখোপাধ্যায়–স্টারকিড নন। টলিপাড়ায় ডেবিউ রাজ চক্রবর্তীর হাত ধরে। রাজকে মনে করেন ‘গডফাদার’। প্রথম ছবির নায়ক বনি সেনগুপ্ত এখন কৌশানী রিয়েল লাইফ হিরোও বটে। এ হেন কৌশানীকে নিয়ে ইন্ডাস্ট্রিতে একটিই রটনা– লুক থেকে শুরু নাচ, সব ঠিক থাকলেও কৌশানী অভিনয়টা ঠিক পারেন না। এত বছর কাজ করেও এই বদনাম নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তাঁকে… কেমন লাগে তাঁর? রাজ চক্রবর্তীর আগামী ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ কি এই বদনাম খানিক ঘুচল তাঁর? এ সব নিয়েই অভিনেত্রীর কাছে প্রশ্ন রেখেছিল টিভিনাইন বাংলা। প্রশ্নের জবাব নিয়ে বিস্ফোরক মন্তব্য তাঁর…
কৌশানীর কথায়,
“আমি সুপারহনেস্ট। আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে আমার থেকে সৎ কেউ আছে বলে। খারাপ লাগে, যখন এই সব তকমা আসে। দুর্ভাগ্যজনক এই যে, বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও এই ব্যাপারটা রয়েছে যে, ও যদি কমার্শিয়াল ছবি করে, তবে ওকে এই রকমেরই চরিত্রই দিতে হবে। তুমি যদি সুযোগ না দাও, বিশ্বাস না করো, তাহলে কীভাবে আমায় জাজ করছ তুমি? যারা বলে কৌশানী অভিনয় পারে না, সেই সব পরিচালকের কাছে পাল্টা বলতে চাই, তোমরা কৌশানীকে সুযোগ দাওনি অভিনয়ের জন্য। সুযোগ না দিলে তুমি বলার কেউ নয় যে আমি অভিনয় পারি কিনা, তাহলে তুমিও পরিচালনা করতে পার কিনা সেটাও সন্দেহের।”