Exclusive Solanki Roy: ‘উষ্ণতম দিনে প্রেমিকের সঙ্গে ময়দানে…’, প্রেম-রাজনীতি নিয়ে অকপট শোলাঙ্কি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 26, 2023 | 9:58 PM

Exclusive Solanki Roy: আসছে তাঁর নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'... সেই নিয়েই টিভিনাইন বাংলা ডিজিটালের সঙ্গে আড্ডায় নায়িকা ...

Exclusive Solanki Roy: উষ্ণতম দিনে প্রেমিকের সঙ্গে ময়দানে..., প্রেম-রাজনীতি নিয়ে অকপট শোলাঙ্কি
আড্ডায় নায়িকা ...

Follow Us

বিহঙ্গী বিশ্বাস 

না, শহরের উষ্ণতম দিন আজ নয়, আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির ছিটে আপনাকে ভিজিয়ে দেবে যখন তখন। তবে অভিনেত্রী শোলাঙ্কি রায় যখন পাশে, তখন হাওয়া অফিসের এই পূর্বাভাসও বদলে যেতে পারে যে কোনও মুহূর্তে। আসছে তাঁর নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’… সেই নিয়েই টিভিনাইন বাংলা ডিজিটালের সঙ্গে আড্ডায় নায়িকা …

একেবারে বোহো লুক, চুলটা কেটে ফেললেন হঠাৎ করে, বিশেষ কারণ?

আসলে শহরে উষ্ণতম দিন যেভাবে বাড়ছিল, তাই চুলটা ঠিক করে মেইনটেন করতে পারছিলাম না। তা ছাড়া আমার ছোট চুল ভালও লাগে। অনেকদিন চুল কাটাও হয় না। তাই ভাবলাম কেটে নিই।

নতুন ছবি কলেজ জীবনের গল্প বলে, আপনি তো যাদবপুরে পড়তেন, ওই ক’টা বছর কেমন কেটেছে?

পাঁচ বছরের স্মৃতি পাঁচটা লাইনে বলা কিন্তু বেশ চাপের। আমার নানা রকমের স্মৃতি রয়েছে। আমি চুটিয়ে রাজনীতি করেছি, প্রেম করতাম… কলেজে প্রেমের স্মৃতি রয়েছে। অনেক কিছুর স্বাধীনতা পেয়েছি। রাত অবধি বাইরে থাকার… আরও কত কী…

একটু থেমে…

আসলে প্রথম বার অনেক কিছু করার স্বাধীনতা পাওয়া যায় কলেজ জীবনে। আর যাদবপুর একটা আলাদা দুনিয়া। হাজার হাজার স্মৃতি রয়েছে…

‘শহরের উষ্ণতম দিন’ বললেই প্রথমে কী মাথায় আসে?

(এক মুহূর্ত না ভেবে) মহীন… মহীনের ঘোড়াগুলি…

কোনও উষ্ণতম দিনের  স্মৃতি যা আজও মনে পড়ে?

(একটু ভেবে)… প্রচন্ড গরমে কোনও এক উষ্ণতম দিনে এক প্রেমিকের সঙ্গে ময়দানে অনেক খানি হেঁটেছিলাম। তখন বেশ ভাল লেগেছিল। তবে এখন মনে হয়, ইশ কেন যে অমন করেছিলাম… (হাসি)

শোলাঙ্কি কি খুব প্রেমিক মানুষ?

আমি প্রচণ্ড প্রেমিক মানুষ… আই অ্যাম রোম্যান্টিক বাই হার্ট।

বিক্রমের সঙ্গে এত ভাল রসায়ন, এত হিট ধারাবাহিক, আট বছর কেন লেগে গেল আবারও একসঙ্গে হতে?

চিত্রনাট্য পাচ্ছিলাম না। অরিত্র যখন নিয়ে এল পছন্দ হল… ব্যস…

একটু অতীতে ফেরা যাক, বিক্রমকে প্রথম দেখে কী মনে হয়েছিল?

ভেরি স্নুটি… ভীষণ অহংকারী

সেকি কেন?

জানি না… যদিও ভুল ভেঙে যায়। ওকে দেখে ওরকম মনে হলেও বাস্তবে ও এমনটা নয়। এখন আরও বুঝতে পারি যখন লোকে আমাকেও একই কথা বলে…

 

কী বলে? স্নুটি? তা কিন্তু ঠিক, শোলাঙ্কিরও এমন বদনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে…

কী আর বলব! না, আমি স্নব, স্নুটি কিছুই নই। সেটা মেশার পর বোঝা যায়। দেখলে মনে হয় আমি নাক উঁচু, গম্ভীর, কথা বলে না।

এরকম একটা ইমেজ তৈরি হল কেন?

আমার মনে হয় এই যে আমি ‘চুজি’ মানে বাছাই করে কাজ করি, সেটাই নেতিবাচক প্রভাব ফেলে। হ্যাঁ আমি চুজি, সে খাবার হোক, মানুষ হোক অথবা কাজ।

একটা জুটি দর্শক দেখে ফেলেছেন, তাঁদের আবার আট বছর পর কামব্যাক দর্শক কি আদপে নেবে?

দর্শক আমাদের ভীষণ ভাবে চেয়েছে। যে কয়টা কাজ করেছি আমার প্রত্যেকটা জুটিই সফল। কিন্তু বিক্রম শোলাঙ্কিকে এত দিন ধরে সবাই বলে গিয়েছে দেখতে  চাই। কিন্তু দেখতে চাই আর দেখতে পাই– তো এক নয়। তাই ট্রেলারে দেখতে পাওয়ার পর ভীষণ টেনশনে ছিলাম। ভাল রেসপন্স পেয়েছি। আশা করি সকলের ভাল লাগবে।

ছবির জন্য অনেক শুভেচ্ছা 

 

আপনাকেও অনেক ধন্যবাদ

 

 

 

Next Article