
শহরের অন্যতম ব্যস্ত স্টুডিয়ো ভরতলক্ষ্মী। শনিবার সন্ধে বেলায় সেখানেই আচমকা আগুন লাগে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় স্টুডিয়ো চত্বরে। তবে সূত্র জানাচ্ছে, আগুন ভয়াবহ আকার ধারণ করার আগেই দ্রুতগতিতে, দারুণ তৎপরতায় তা নিয়ন্ত্রণ করা হয়। ঘটনায় কোনও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। কীভাবে লাগল আগুন? এই মুহূর্তে ওই স্টুডিয়োতে ‘মিঠাই’ ও ‘রাঙাবউ’ এই দুই ধারাবাহিকের শুটিং চলছে। এ দিন অর্থাৎ শনিবার মিঠাইয়ের শুট বন্ধ ছিল। কিন্তু রাঙাবউয়ের শুটিং চলছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মিঠাইয়ের যেখানে শুটিং হয় তার পাশেই রয়েছে কারখানা। অনুমান, সেখান থেকেই কোনওভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে যা ছড়িয়ে পড়ে স্টুডিয়ো অবধি। তবে সেট ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তা নিভিয়ে ফেলায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান কলাকুশলীরা।
এ দিন সন্ধেবেলায় ওই স্টুডিয়োতেই শুটিং করছিলেন ‘রাঙা বউ’ ধারাবাহিকের মুখ্য চরিত্র গৌরব রায় চৌধুরী। টিভিনাইন বাংলা ফোন করতেই তিনি বলেন, “এখন সব ঠিক আছে। আমরা সবাই ঠিক আছি। কোনও ক্ষতি হয়নি। তবে ওই সময় আমাদের সেটের বাইরে নিয়ে যাওয়া হয়। এখন স্টুডিয়োগুলোতে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ ভাল। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া গিয়েছে।”
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৩ অক্টোবর সাতসকালে একটি মুভি সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ১৫ টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখানেই শেষ নয়, গত মাসে আগুন লাগে এনটিওয়ান স্টুডিয়োতেও। কেন বারেবারেই অগ্নিকাণ্ডের শিকার হচ্ছে স্টুডিয়োগুলো? নড়বড়ে পরিকাঠামো নাকি উদাসীনতা? প্রশ্ন কিন্তু উঠছেই।