“এত বলিদান দিয়েও আমরা যুদ্ধ থামাতে পারলাম না”; ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুতে শোকস্তব্ধ গৌতম ঘোষ
তালিবানদের সঙ্গে আফগানিস্তান সেনার সংঘর্ষের মধ্যে পড়ে কান্দাহারে প্রাণ হারালেন পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী। অন ডিউটিতে ছিলেন দানিশ।
শুক্রবার আফগানিস্তানে প্রাণ হারালেন ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী। শোনা যাচ্ছে তালিবানের সঙ্গে আফগানিস্তানের সংঘর্ষের মধ্যে পড়ে কান্দাহারে মারা যান পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত এই ভারতীয় সাংবাদিক। অন ডিউটিতে ছিলেন দানিশ। কিছুদিন আগেই কান্দাহারে অশান্ত পরিস্থিতির ছবি তুলতে গিয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, সেখানে আফগান সেনার সঙ্গে থেকেই কাজ করছিলেন বছর ৪০শের এই চিত্রসাংবাদিক।
এক সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার কান্দাহারের স্পিন বোলডাক জেলায় সংঘর্ষের মধ্যে পড়েছিলেন দানিশ। সেখানেই তাঁর প্রাণ যায়। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দুনিয়া। TV9 বাংলার কাছে শোক প্রকাশ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক গৌতম ঘোষ। শান্তিনিকেতনে রয়েছেন পরিচালক। সেখান থেকে তিনি TV9 বাংলাকে বলেন , “অত্যন্ত মর্মান্তিক খবর যে এইভাবে নিহত হয়েছেন দানিশ সিদ্দিকী। এরকম বহু ঘটনা ঘটেছে আগে। আগেও বহু সাংবাদিক, চিত্রসাংবাদিক ও সিনেম্যাটোগ্রাফাররা প্রাণ হারিয়েছেন। তাঁরা চলে গেছেন বিভিন্ন প্রক্সিওয়ার ও যুদ্ধে। এই ধরনের খবর জানতে পারলে খুবই দুঃখ হয়। এটা মানবিকতার লজ্জা ছাড়া কিছুই নয়।”
নিউজ চ্যানেলে রিপোর্টার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন দানিশ। তারপর চিত্রসাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। বহু যুদ্ধ কভার করেছেন দানিশ। বহু ধ্বংসের সাক্ষী তিনি। ২০১৮ সালে ফিচার ফোটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। রোহিঙ্গা রেফিউজিদের ক্রাইসিস নিয়ে কাজ করতে গিয়ে ছবি তুলে এই বিশ্বমানের পুরস্কার পেয়েছিলেন ভারতের দানিশ।
আরও পড়ুন: তালিবান হামলা, আফগানিস্তানে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক