তালিবান হামলা, আফগানিস্তানে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক

কান্দাহারে মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের (Afghanistan) রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই। দানিশ সিদ্দিকির মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন তিনি।

তালিবান হামলা, আফগানিস্তানে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক
দানিশ সিদ্দিকি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 6:28 PM

নয়াদিল্লি: শুক্রবার সকালে চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকির (Danish Siddiqui) মৃত্যু হয়। আফগানিস্তানে তালেবান হামলায় নিহত হন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারা দেশে। পুলিৎজার পেয়েছিলেন চিত্র সাংবাদিক (Photo Journalist) দানিশ সিদ্দিকি। তার ছবি কথা বলে। মুম্বইয়ের বাসিন্দা দানিশ। পড়াশোনা করেছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ায়। ছোটবেলা থেকে ছবি তোলার নেশা।

বড় হয়ে তাই ছবি তোলাকেই করে নেন পেশা। এর আগে টেলিভিশনে সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি। ৪০ বয়স বয়সী ইরাক যুদ্ধের ছবি তুলেছেন। গত বছর দিল্লিতে সাম্প্রদায়িক হানাহানির ছবিও ধরা পড়ে দানিশ সিদ্দিকির ক্যামেরায়। পেশাগত কারণে আফগানিস্তানে ছবি তুলতে গিয়েছিলেন তিনি।

কান্দাহারে মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই। দানিশ সিদ্দিকির মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন তিনি। কন্দহরে স্পিন বলডক অঞ্চলে আফগান সেনাদের সঙ্গে তালিবান জঙ্গিদের সংঘর্ষ চলছে। সেখানেই মারা যান পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক।

ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। এর আগেও ছবি তুলতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন দানিশ সিদ্দিকি। তবে এবার রক্ষা হল না। আফগানিস্তানে তালিবান হামলায় মারা গেলেন দানিশ সিদ্দিকি। আরও পড়ুন: বিশ্লেষণ: হাতের তালুতে আফগানিস্তান, ৬ মাসের মধ্যেই ইতিহাস পাল্টে দেবে তালিবান!COVID third Wave