KIFF 2022: নির্ধারিত দিনেই শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, নতুন চমক কী, কী বা হল বাতিল?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 05, 2022 | 2:09 AM

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায়, "আগের মতো চলচ্চিত্র উৎসব করার ইচ্ছে থাকলেও এবারে তা সম্ভব হল না। তাই সংকোচনের রাস্তায় ফিরে যেতে হচ্ছে।" কী কী সংকোচন হচ্ছে? কী কী হচ্ছে বাতিল?

KIFF 2022: নির্ধারিত দিনেই শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, নতুন চমক কী, কী বা হল বাতিল?
প্রতীকী ছবি।

Follow Us

আর মাত্র তিন দিন। নির্ধারিত দিনেই শুরু হতে চলেছে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। তবে করোনাকালে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে একগুচ্ছ বিধিনিষেধ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সে কথাই জানিয়েছেন ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তারা।

এ দিন পরিচালক অরিন্দম শীল জানান, এ বছর করোনা আবহে ছবির সংখ্যা কমলেও ফিল্ম ফেস্টিভ্যালের গুণগত মান কিছুতেই কমবে না। তবে নেতাজি ইন্ডোর থেকে নয়, ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হবে নবান্নের সভাঘর থেকেই। অন্যদিকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায়, “আগের মতো চলচ্চিত্র উৎসব করার ইচ্ছে থাকলেও এবারে তা সম্ভব হল না। তাই সংকোচনের রাস্তায় ফিরে যেতে হচ্ছে।” কী কী সংকোচন হচ্ছে? কী কী হচ্ছে বাতিল?

এক ঝলকে দেখে নেওয়া যাক…

আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে উৎসব, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

নেতাজি ইন্ডোর থেকে নয়, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হতে চলেছে নবান্নের সভাঘর থেকেই

ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবারেও কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পরিচালক রাজ চক্রবর্তী

বিভিন্ন ভাষার মোট ১৬১টি ছবি দেখানো হবে এবার

এ বছর বিদেশি ছবির সংখ্যা ৪৬টি

১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ এবারের উদ্বোধনী সিনেমা যা দেখানো হবে রবীন্দ্র সদনে

সত্যজিৎ রায়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে থাকছে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন

রবীন্দ্রসদন, শিশির মঞ্চসহ মোট ১০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে চলচ্চিত্র উৎসবের নির্বাচিত ছবিগুলি

আমন্ত্রিত থাকছেন রঞ্জিত মল্লিত, অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তী শিল্পীরা

রাজবংশী, টুলু ইত্যাদি ভাষার ছবিও প্রদর্শিত হতে চলেছে

এবারে ‘ফোকাস কান্ট্রি’ ফিনল্যান্ড, সে দেশের বেশ কয়টি ছবি দেখানো হবে

সত্যজিৎ রায় স্মরণ ভাষণ দিতে চলেছেন পরিচালক সুজিত সরকার 

উল্লেখ্য, গতবছর জানুয়ারির দিকে করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠা গিয়েছিল বটে, কিন্তু করোনার ভয়ে একেবারে চলে যায়নি। তাই প্রতিবারের মতো নেতাজি ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকেনি বাংলা। তারকাদের চাঁদের হাটের বদলে অনেকটা ছিমছাম করেই উদ্বোধন হয়েছিল ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারও অনেকটা সেই একইরকম ভাবেই অনুষ্ঠান আয়োজিত হবে ।

এর আগে এ প্রসঙ্গে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন চেয়ারপার্সন রাজ। তিনি বলেছিলেন, “বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নবান্ন থেকেই হবে উদ্বোধন। এ ছাড়াও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখার মতো যে সব নির্দেশ সরকারের তরফে দেওয়া হয়েছে, যে সমস্ত বিধিনিষেধের কথা জানানো হয়েছে তা সর্বত ভাবে পালক করা হবে উৎসবে।” আর মাত্র দিন তিনেকের অপেক্ষা। করোনাবিধি মানার প্রতিশ্রুতি দিয়েই সিনেমার পসরা সাজিয়ে অপেক্ষা করছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব।

 

Next Article