AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Film: নারীর বেশে জয়, দৃষ্টিহীন জমিদার ঋত্বিক, কারও পরিচয় আর ‘গুপ্ত’ নয়!

Bengali Film: গল্পের প্লট বলছে, ছোটবেলায় বাবা-মা গত হওয়ার বিধবামহলে বেশিরভাগ সময় কাটানো জয়ের মধ্যে নারীস্বত্বা প্রবল। সাজেও দেখা যায় সেই ছাপ।

Bengali Film: নারীর বেশে জয়, দৃষ্টিহীন জমিদার ঋত্বিক, কারও পরিচয় আর 'গুপ্ত' নয়!
কারও পরিচয় আর 'গুপ্ত' নয়!
| Edited By: | Updated on: May 06, 2022 | 10:01 AM
Share

আর গুপ্ত রইল না কারও পরিচয়। ফাঁস হল রণরাজের আগামী ছবি ‘পরিচয় গুপ্ত’-র লুক। ঋত্বিক চক্রবর্তী থেকে জয় সেনগুপ্ত– প্রত্যেকের লুক রীতিমতো চমকে দেওয়ার মতো। একদিকে ঋত্বিক যেমন অন্ধ জমিদার, অন্যদিকে জয় হাজির নারীর বেশে। তাঁর খোলা চুল, গলায় মালা আর কপালে টিম– জয়কে দেখে চমকে যেতে হয়। ইন্দ্রনীল সেনগুপ্তর লুকও রহস্যে মোড়া।

গল্পের প্লট বলছে, ছোটবেলায় বাবা-মা গত হওয়ার বিধবামহলে বেশিরভাগ সময় কাটানো জয়ের মধ্যে নারীস্বত্বা প্রবল। সাজেও দেখা যায় সেই ছাপ। কী নিয়ে এই ছবি? জানা যাচ্ছে, ১৯৫০ সালের ঘটনায় এক জমিদার ও তার প্রিয় বন্ধু আর্কেলজিস্ট এর গল্প। ছবি সম্পর্কে পরিচালকের বক্তব্য, “পরিচয় গুপ্ত এই নাম টা থেকে বোঝা যাচ্ছে কোনো কিছুর সিক্রেট আইডেন্টিটি। সমাজের প্রতিটি মানুষের মধ্যে এই সিক্রেট আইডেনটিটি থেকে থাকে। কিন্তু হয়তো পরিবারের চাপে, সমাজের চাপে সেই প্রতিভাকে নিজেরা আটকে রাখে”।

ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন শুভেন্দু অধিকারী। প্রযোজক পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড। এপ্রিলের প্রথম দিনেই শুরু হয়েছিল ওই ছবির শুটিং। বর্ধমান শুটিং শিডিউল শেষ হওয়ার পর এবার কলকাতায় হবে শুটিং। ঋত্বিক চক্রবর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত অভিনেতা। অন্যদিকে বলিউড-টলিউড সমানতালে সামলান অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছবিতে তিনিও রয়েছেন। স্টারকাস্ট মনোগ্রাহী, ছবিটি আদপে কেমন হবে সেই আশাতেই দর্শকেরা।