হাসপাতালে আরও এক রাত কাটল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তবে দুশ্চিন্তার প্রহর এখনও কাটেনি। হাসপাতালে সূত্রে জানা যাচ্ছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এখনও জ্ঞান ফেরেনি তাঁর। রয়েছেন ভেন্টিলেশনেই। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সকাল অবধি উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি বলেই খবর। যদিও চিকিৎসকেরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশে রয়েছে প্রেমিক সব্যসাচী। পরিবারের সদস্যরাও কাটাচ্ছেন বিনিদ্র রজনী।
গতকাল অর্থাৎ হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত বুলেটিনে জানান হয়েছিল, ১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রাতে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। তাঁর শরীরের ডানদিক সাড়া দিচ্ছিল না। বারংবার বমি করছিলেন অভিনেত্রী। ফুসফুসে রেট্রোপেরিটোনিয়াল ইউইং সারকোমার মেডিক্যাল হিস্ট্রি আছে তাঁর। মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্টে পাওয়া যায়, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে অভিনেত্রীর। হয় অস্ত্রোপচারও। ভেন্টলেশনের স্থানান্তরিত করা হয় তাঁকে। বৃহস্পতিবার রাতে ঐন্দ্রিলার রক্তচাপ ছিল ১১০/৭০। পালস রেট ছিল প্রতি মিনিটে ১১২।
এর আগে দু’বার ক্যানসার আক্রান্তে হয়েছিলেন অভিনেত্রী। যদিও দুবারই জয়ী হয়েছেন তিনি। গত বছর ক্যানসারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় চিকিৎসা চলে তাঁর। কিন্তু ক্যানসারকে হারিয়ে আবারও শো-বিজেও ফিরে আসেন তিনি। সম্প্রতি এক ওয়েব সিরিজেও কাজ করেছিলেন। হাতে ছিল বেশ কিছু প্রজেক্ট। তিনি আবারও ফিরে আসুন, জয়ী হন জীবন সংগ্রামে, এমনটাই কামনা করছেন তাঁর অনুরাগীরা। তাঁর সুস্থতা কামনায় একজোট টলিপাড়াও।