দেব প্রযোজিত ছবি ‘কাছের মানুষ’-এ গান গেয়েছেন কিংবদন্তি ঊষা উত্থুপ। শুক্রবার পার্ক স্ট্রিটের বিখ্যাত রেস্তোরাঁয় হয়ে গেল সেটির লঞ্চ অনুষ্ঠান। গানটি গাইতে-গাইতে দেবের সঙ্গে বল ডান্সে মাতলেন ৭৪ বছর বয়সি ঊষা। ভাসলেন নস্ট্যালজিয়ায়। এটা প্রথম নয়, এর আগে বহুবার এই রেস্তোরাঁয় পারফর্ম করেছেন ঊষা। ২০১৯ সালে শেষ পারফর্ম করেন সেখানে। TV9 বাংলাকে জানিয়েছেন ঊষার ম্যানেজার। এ ছাড়া, কেরিয়ারের শুরুতে এই রেস্তোরাঁতেই গান গেয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সেখান থেকেই প্লেব্যাক করার অফার আসে তাঁর কাছে। রেস্তোরাঁটি ঊষার ‘কাছের মানুষ’। তাই ছবির এই গানটির জন্য এই জায়গাটিকেই বেছে নিয়েছিলেন দেব।
‘কাছের মানুষ’ ছবিতে ঊষা যে গানটি গেয়েছেন তার নাম ‘চুম্বক মন’। গানের লঞ্চে উপস্থিত ছিলেন দেব ও ছবির নায়িকা ইশা সাহা। গানের তালে-তালে দেবের সঙ্গে বল ডান্স করেন ঊষা। ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেব। কেবল কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ নয়, ওপারের বাংলাদেশ থেকেও দেবের অনুরাগীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ-কেউ লিখেছেন, দেব যে ভাল মানুষ তা তাঁর ব্যবহার দেখলেই বোঝা যায়।
কেবল দেব-ইশা নন। ‘কাছের মানুষ’ ছবিতে অন্যতম বড় চমক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিও আছেন এই ছবিতে। এবং আছেন অতি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। দেবের সঙ্গে তাঁর আগের ছবি ‘কিশমিশ’ থেকেই তাঁকে সাপোর্ট করছিলেন প্রসেনজিৎ। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে। নিজের বাড়ির বাগানে রিল ভিডিয়ো তৈরি করেছিলেন প্রসেনজিৎ-দেব-রুক্মিণীরা। ‘কাছের মানুষ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে দিন কয়েক আগেই এবং সেই ট্রেলারটি জনপ্রিয় হয়েছে মুহূর্তে।