এবছরের রাখীর দিনের কথা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, বেশ কিছু রক্তপরীক্ষা করানো হয়েছে তাঁর। যিনি বাড়িতে রক্ত নিতে এসেছিলেন, তিনি বহুদিন থেকেই স্বস্তিকার বাড়ির সদস্যদের রক্ত নিয়ে যান পরীক্ষা করানোর জন্য। বছরের পর-বছর ধরে তিনিই আসেন বাড়িতে। সেদিনও তিনিই এসেছিলেন স্বস্তিকার ব্লাড স্যাম্পেল নিয়ে যেতে। এবং যাওয়ার সময় অভিনেত্রীর হাতে বড় একটি রংবেরঙের রাখী পরিয়ে দিয়ে যান। তখনই আভাস মিলেছিল, কোনও একটি শারীরিক সমস্যায় ভুগছেন অভিনেত্রী। এও জানা গিয়েছিল, কিছুদিনের মধ্যেই তাঁর অস্ত্রোপচার হবে।
স্বস্তিকার সেই অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি। এবং তিনি হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছেন। ডাক্তারের পরামর্শ মতো চলছেন এবং সুস্থ আছেন। স্ত্রীরোগজনিত সমস্য়ায় ভুগছিলেন স্বস্তিকা। সেই অস্ত্রোপচার করা হয় তাঁর। স্বস্তিকার যে অস্ত্রোপচার হবে, তা তিনি নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারপর থেকেই অনুরাগীরা দুশ্চিন্তা করছিলেন অভিনেত্রীকে নিয়ে। তাঁর দ্রুত সুস্থতা মনেও করেছিলেন সকলে।
অস্ত্রপ্রচারের কারণে আরও বেশ কিছুদিন বাড়িতেই থাকবেন অভিনেত্রী। এখনই কাজে যুক্ত হবেন না তিনি। ডাক্তারের নির্দেশ, একমাস বিশ্রামে থাকতে হবে তাঁকে। সম্ভবত পুজোতেও তিনি বাড়িতেই থাকবেন। নভেম্বর মাসে স্বস্তিকার যাওয়ার কথা বাংলাদেশে। সেখানে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে তাঁর কাজ করার কথা। সম্প্রতি স্ট্রিম করতে শুরু করেছে স্বস্তিকা অভিনীত বাংলা ওয়েব সিরিজ় ‘নিখোঁজ’। এক আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। কন্যা নিখোঁজ হওয়ার তদন্ত করছেন সেই আইপিএস অফিসার। ওয়েব সিরিজ়ে রয়েছেন টোটা রায়চৌধুরীও।