Sandipta Sen: হবু স্বামীর জন্মদিন ‘টাইগার থ্রি’ দেখে কাটবে সন্দীপ্তার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 12, 2023 | 2:28 PM

Sandipta Sen-Marriage: শনিবার ঘড়ির কাঁটায় ১২টা বাজার পরই জন্মদিনের সেলিব্রেশন শুরু হয় সৌম্যর। সম্পূর্ণ সময় তাঁর সঙ্গে ছিলেন সন্দীপ্তা। বাইরে ডিনার করতে গিয়েছিলেন। তারপর সারারাত গল্প করেছেন দু'জনে। রবিবার ছুটির দিন তোমার জন্মদিন। হবু স্বামীর জন্য অনেক পরিকল্পনা করেছেন সন্দীপ্তা। তার মধ্যে অন্যতম 'টাইগার থ্রি' দেখা।

Sandipta Sen: হবু স্বামীর জন্মদিন টাইগার থ্রি দেখে কাটবে সন্দীপ্তার
সন্দীপ্তা-সৌম্য।

Follow Us

ডিসেম্বর মাসে তাঁদের বিয়ে। প্রেম পর্ব চলেছে অনেকগুলো বছর ধরো। জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন বাঙালি অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়। আজ সৌম্যর জন্মদিন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সন্দীপ্তা তাঁর মনের কথা লিখেছেন সৌম্যকে। সেইসঙ্গে TV9 বাংলাকে জানিয়েছেন জন্মদিন পালনের যাবতীয় খুঁটিনাটি।

শনিবার ঘড়ির কাঁটায় ১২টা বাজার পরই জন্মদিনের সেলিব্রেশন শুরু হয় সৌম্যর। সম্পূর্ণ সময় তাঁর সঙ্গে ছিলেন সন্দীপ্তা। বাইরে ডিনার করতে গিয়েছিলেন। তারপর সারারাত গল্প করেছেন দু’জনে। রবিবার ছুটির দিন তোমার জন্মদিন। হবু স্বামীর জন্য অনেক পরিকল্পনা করেছেন সন্দীপ্তা। তার মধ্যে অন্যতম ‘টাইগার থ্রি’ দেখা। সন্দীপ্তা বলেছেন, সলমন খানের ছবি মুক্তি পেয়েছে দীপাবলির দিন। এটা তো একটা দারুণ ব্যাপার। সৌম্যর জন্মদিনটা সেই ছবিটা দেখেও কাটবে।

এরপর আরও উদযাপন বাকি আছে।। সৌম্য এবং সন্দীপ্তা সন্ধ্যাবেলায় যাবেন এক বন্ধুর বাড়ি। সেখানে ঘটা করে পালন করা হয় কালীপুজো। বন্ধুরা আসবেন সেখানে। সেখানেও পালন করা হবে জন্মদিন।

সোলো ট্রিপে যে করতে ভালবাসেন সন্দীপ্তা। তাঁর সেই সোলোট্রিপের এখন সঙ্গী হয়েছেন সৌম্য। সময় পেলেই বেড়াতে চলে যান এই যুগল। একটি প্রযোজনার সংস্থার গুরুত্বপূর্ণ পদে কর্মরত সৌম্য। সেই সংস্থার হয়ে অনেকবারই নানা প্রজেক্টে কাজ করেছেন সন্দীপ্তা।