Solanki Roy Secret: ‘আমি অভিনয় পারি না’, বলার পরও কীভাবে রাতারাতি অভিনেত্রী হলেন শোলাঙ্কি?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 29, 2023 | 10:58 AM

Bengali Actress: তিনি চেয়েছিলেন সাংবাদিক হতে। সবটা হয় ঠিক যেন রূপকথার গল্পের মতো। যদিও খড়ি বর্তমানে অভিনয় জীবনে বেশ সুখী।

Solanki Roy Secret: আমি অভিনয় পারি না, বলার পরও কীভাবে রাতারাতি অভিনেত্রী হলেন শোলাঙ্কি?

Follow Us

অভিনেত্রী শোলাঙ্কি রায়, পর্দায় ভাল চরিত্রের পাশাপাশি টেলি দুনিয়াতেও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা, অনবদ্য অভিনয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। সদ্য তাঁর জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ার সফর শেষ হয়েছে। শারীরিক অসুস্থতার কারণেই এই ধারাবাহিক থেকে ইতি টানতে হয়েছে তাঁকে। তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখ্য চরিত্র খড়ি। এই খড়ি চরিত্রের সঙ্গে অভিনেত্রী শোলাঙ্কির ব্যক্তিজীবনে ঠিক কতটা মিল? শোলাঙ্কির কথায়, তিনি অনেকটা খড়ির মতোই স্পষ্টবাদী। তবে খড়ি যেমন সব সময় এই চরিত্রটা ধরে রাখতে পারে, শোলাঙ্কি পারে না। আরজে সৌমকের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী।

মিরচি পডকাস্ট, চলো বসা যাক-এ এসে খড়ি চরিত্র নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, খড়ি তাঁর জীবন পাল্টে দিয়েছে। লকডাউনে জীবনটা এক কথায় একঘেয়ে হয়ে গিয়েছিল তাঁর কাছে। এই চরিত্রটা আসার পর অনেকটা সময় জুড়ে তিনি খড়িতে বাঁচতেন। তবে মজার বিষয় হল, তিনি কোনওদিন চাননি অভিনেত্রী হতে। তিনি চেয়েছিলেন সাংবাদিক হতে। সবটা হয় ঠিক যেন রূপকথার গল্পের মতো। যদিও খড়ি বর্তমানে অভিনয় জীবনে বেশ সুখী।

হঠাৎ করে একদিন সুযোগ আসে অভিনয়ের, রাতারাতি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একদিন তিনি বিশ্ববিদ্যালয়ে বসেছিলেন। একজন এসে তাঁকে প্রথম অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি কোনও মতেই রাজি ছিলেন না। সাফ জানিয়েছিলেন, তিনি অভিনয়টা পারেন না। তারপরও তাঁকে একটিবার অডিশনে আসার জন্য ডাকা হয়েছিল। তারপরই তিনি সিলেক্ট হয়ে যান। এখন অভিনয়টাই তাঁর কাছে সব। তিনি অভিনয় ছাড় ছাকার কথা ভাবতেই পারেন না। শারীরিক অসুস্থতার কারণে খানিকটা বিরতি নিলেও শীঘ্রই ফিরবেন পর্দায়, বার-বার তা জানিয়ে চলেছেন শোলাঙ্কি।

Next Article