Swastika Mukherjee: ‘মাঝে মধ্যে ভয় পাওয়া ভাল’, ট্রোলের জবাবে যখন সপাট জবাব স্বস্তিকার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 03, 2023 | 3:49 PM

Trolling: অনেকেই আছেন যাঁরা ট্রোল্ড এড়িয়ে চলেন। স্বস্তিকা যে সেই তালিকাতে পড়েন না, তা এবার প্রমাণিত। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কমেন্ট যে তিনি পড়েন, এবার তা দেখেই বেজায় খুবশি ভক্তরা।

Swastika Mukherjee: মাঝে মধ্যে ভয় পাওয়া ভাল, ট্রোলের জবাবে যখন সপাট জবাব স্বস্তিকার

Follow Us

স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রথম থেকেই তিনি বোল্ড লুকে দর্শক মনে ঝড় তুলে এসেছেন। তাঁর লুক থেকে শুরু করে অভিনয়, স্বস্তিকা মুখোপাধ্যায় বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। ভক্তদের যেমন ভালবাসা দেন, শ্রদ্ধা করেন, তেমনই ভুল কিংবা অন্যায়ের প্রতিবাদ করতেও কোনওদিন পিছপা হননি স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতি। মাঝে মধ্যে ছবি শেয়ার করে থাকেন তিনি। এবার সবুজ পোশাকে, সবুজ লিপস্টিক ঠোঁটে এক অন্যস্বাদের লুক শেয়ার করলেন তিনি। স্বস্তিকার সেই পোস্ট দেখা মাত্র সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড়। তারই মাঝে এক ভক্ত লিখে বসলেন, ‘দিদি ভয় পেয়ে গিয়েছি। তুমি কিন্তু আমার প্রিয়।’

অনেকেই আছেন যাঁরা ট্রোল্ড এড়িয়ে চলেন। স্বস্তিকা যে সেই তালিকাতে পড়েন না, তা এবার প্রমাণিত। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কমেন্ট যে তিনি পড়েন, এবার তা দেখেই বেজায় খুবশি ভক্তরা। না, কেবল পড়েনই না, দিয়ে বসলেন তার উপযুক্ত উত্তরও। পোস্ট দেখা মাত্রই স্বস্তিকা লিখলেন, ‘মাঝে মাঝে ভয় পাওয়া ভাল।’ তা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। যদিও স্বস্তিকার জবাবে কোনও কড়া ভাষা ছিল না। তাই ভক্ত বেজায় খুশি হলেন স্বস্তিকা তাঁর কমেন্টের উত্তর করেছেন দেখে। তিনি পাল্টা লিখলেন, ‘ম্যাম আপনি রিপ্লাই দিয়েছেন? এমন ভয় আমরা সব সময় পেতে চাই।’

অপর একজন আবার স্বস্তিকাকে সমর্থন কের লিখলেন, ‘ম্যাম আপনার রিপ্লাই গুলো দারুণ লাগে। আমাকে সবাই ট্রোল্ড করে, কিন্তু কিছুই বলতে পারি না।’ তবে স্বস্তিকা মুখোপাধ্যায় পারেন। তিনি চাইলে যে ঠিক কী কী করতে পারেন, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে স্বস্তিকা মুখোপাধ্যায় একাধক ছবির কাজ নিয়ে ব্যস্ত।

Next Article