আজ থেকে ঠিক ১১ বছর আগে মুক্তি পেয়েছিল পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর বাংলা ছবি ‘অনুরণন’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বসু, রাইমা সেনরা। এক অদ্ভুত সম্পর্কের গল্প ‘অনুরণন’। যে গল্পের পড়তে পড়তে লেগেছিল অনুভূতি। অন্য ধরনের বাংলা ছবির তালিকায় উল্লেখযোগ্য আসন দখল করে এই ছবি। শহুরে শিক্ষিত দর্শকের থেকে পেয়েছে বিপুল প্রশংসা। সেই ছবির যদি একটি সিক্যুয়েল তৈরি হয়, কেমন হয়? সোশ্যাল মিডিয়াতে সেই প্রশ্ন দর্শকের উদ্দেশে ছুড়েছেন পরিচালক নিজেই। ছবি তৈরির আগে দর্শকের মতামত নিয়ে নিচ্ছেন আর কী…
কথিত আছে, সিক্যুয়েল তেমন সাড়া ফেলতে পারে না। প্রথম ছবির সঙ্গে লাগাতার তুলনা চলে আসে। এবং তৈরি হয় সেইসব ছবি, যেগুলি বক্স অফিসে এবং দর্শক মনে কোনও না-কোনও সময় বিশেষ জায়গা দখল করে নিয়েছিল। প্রথম ছবির সঙ্গে তুলনা আসে বলেই সিকুয়্যেল বানানোর আগে নানা ধরনের চিন্তা ভাবনা করেন পরিচালকরা।
বছর দুই আগে তাঁর কেরিয়ারের দ্বিতীয় এবং সফল ছবি ‘বাইশে শ্রাবণ’-এর স্পিন অফ তৈরি করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাই ফেসবুকে অনিরুদ্ধ রায় চৌধুরীর সিক্যুয়েল তৈরি করার ইচ্ছা দেখে পরিচালকের কাছে সরাসরি নিজের জন্য একটি পাঠ চেয়ে নিয়েছেন সৃজিত। উল্টোদিকে অনিরুদ্ধ সৃজিতের ছবিতে অভিনয় করার বাসনা জানিয়েছেন। সে এক মজার ব্যাপার। তবে এ কথা সত্যি, ‘অনুরণন’ ছবির সিকুয়্যেলের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অনিরুদ্ধ। পোস্টের তলায় বিভিন্ন মন্তব্যেই বিষয়ের উল্লেখ করেছেন অনিরুদ্ধ।