Ankush Hazra: ঐন্দ্রিলাকে ফাঁকি গিয়ে প্রাক্তন বান্ধবীর সঙ্গে অঙ্কুশ? নাম জানতে চাইলেন শ্রাবন্তী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 27, 2023 | 3:47 PM

Tollywood Gossip: অঙ্কুশ ও ঐন্দ্রিলার সেই খুনসুটির সম্পর্ক সকলের নজরের কেন্দ্রে তাই বরাবরই জায়গা করে নিয়ে থাকে। তবে মাঝে মধ্যেই অঙ্কুশ হাজরার কাণ্ড বেজায় রাগিয়ে দেয় ঐন্দ্রিলাকে। এবারও তার ব্যতিক্রম হল না। ঐন্দ্রিলাকে ভুলে এ কী করলেন অঙ্কুশ?

Ankush Hazra: ঐন্দ্রিলাকে ফাঁকি গিয়ে প্রাক্তন বান্ধবীর সঙ্গে অঙ্কুশ? নাম জানতে চাইলেন শ্রাবন্তী

Follow Us

অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, একে অন্যের সঙ্গে প্রেম করছেন বহু বছর, তাঁদের নিয়ে তাই দর্শক মনেও উত্তেজনার পারদ তুঙ্গে। দীর্ঘ ১৩ বছর ধরে প্রেম করছেন তাঁরা। যদিও কবে একে অন্যের সঙ্গে ঘর বাঁধবেন, সে প্রসঙ্গে এখন কোনও নিশ্চিত দিনক্ষণের কথা সামনে আনেননি তাঁরা। ঐন্দ্রিলা ও অঙ্কুশ বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের নানান পোস্ট সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। অঙ্কুশ ও ঐন্দ্রিলার সেই খুনসুটির সম্পর্ক সকলের নজরের কেন্দ্রে তাই বরাবরই জায়গা করে নিয়ে থাকে। তবে মাঝে মধ্যেই অঙ্কুশ হাজরার কাণ্ড বেজায় রাগিয়ে দেয় ঐন্দ্রিলাকে। এবারও তার ব্যতিক্রম হল না। ঐন্দ্রিলাকে ভুলে এ কী করলেন অঙ্কুশ?

পুরোনো বান্ধবীর সঙ্গে দেখা করলেন অভিনেতা? নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছেন না এই জুটির ভক্তরা। একটি মিষ্টি সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ লিখলেন, যখন কোনও পুরনো বান্ধবী বলে “তুই তো আরও দেখতে সুন্দর হয়ে গেছিস।” অঙ্কুশের এই মজার পোস্ট দেখে মজা করতে পিছপা হলেন না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বরাবরই অঙ্কুশ ও শ্রাবন্তী খুব ভাল বন্ধু। তাই এবার কমেন্ট বক্সে জায়গা করে নিতে দেখা গেল শ্রাবন্তীকে। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন করে বসলেন, সে কে, সে কে। যদিও অঙ্কুশের এই মজার পোস্টের সঙ্গে বেশ খানিকটা মানিয়ে নিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাই সুযোগ পেলে তিনিও মজা করে অঙ্কুশকে শাসন করতে পিছপা হন না। তবে এই জুটির যেন এটাই বিশেষত্ব, কখনও বন্ধুত্ব, কখনও গাঢ়় সম্পর্কের রঙে তাঁরা রঙিন। শীঘ্রই বিয়ের পরিকল্পনা আছে বলেও জানিয়েছিলেন লাভ ম্যারেজ জুটি, তবে তা কবে, সে বিষয় নিশ্চিত করেননি কিছুই।

Next Article