স্বস্তিকা মুখোপাধ্যায়– টলিউড ছাপিয়ে যিনি এখন পাড়ি জমিয়েছেন বলিউডেও। সেখানেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে জানেন কি খোঁজই মিলছে না তাঁর স্বামীর, এমনটা দাবি করেছেন নিজেই। মাথা ভর্তি সিঁদুর, বধুবেশে সম্প্রতি এক ফটোশুটে ধরা দিয়েছেন স্বস্তিকা। তাঁর লালিমায় বুঁদ নেটিজেন। আর এই ফটোশুটের ক্যাপশনেই স্বস্তিকা লিখেছেন, “বিয়ের প্রস্তুতির জন্য ফুল মার্কস। কিন্তু বর কোথায়?” জীবনে বহুবার প্রেম এসেছে তাঁর। ভেঙেছে প্রেমও। সম্পর্ক নিয়ে কখনওই লুকোছাপা করেননি। অল্প বয়সে প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু বিয়ের পর কিছু সময়ের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। স্বস্তিকা ও প্রমিতের একটিই সন্তান। মেয়ে অন্বেষা যদিও মায়ের কাছেই থাকেন। সে যাই হোক স্বস্তিকার ‘বর কোথায়’ প্রশ্নের উত্তর কিন্তু নিজেই দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “বর তো বর্বর। না এলেই ভাল।” আর একজনের বক্তব্য, “লাগবে না, তুমি একাই একশো”।
খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল স্বস্তিকার। পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয় তাঁর। স্বামী প্রমিত সেন, সঙ্গীতশিল্পী সাগর সেনের ছেলে। এত কম বয়সে বিয়ে, বিচ্ছেদ… জীবনের এতগুলো অধ্যায় পেরিয়ে এসে আজ কি আক্ষেপ হয় স্বস্তিকার? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে করা হয়েছিল এই প্রশ্ন। স্বস্তিকা যা উত্তর দিলেন তা অবাক করাবে আপনাকে। না তাঁর আক্ষেপ হয় না। কেন? নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। স্বস্তিকার কথায়, “যদি কখনও মনেও আসে যে বিয়ে ছাড়াও তো থাকতে পারতাম। তখনই মনে হয় মেয়েটাকে তো পেতাম না। আমার গোটা অস্তিত্বটাই যে অবলুপ্ত হয়ে যেত। আমি পাগল হয়ে যেতাম।” মেয়ে অন্বেষার সঙ্গে তাঁর বয়সের ফারাক খুব বেশি নয়। কিন্তু দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই ছবি পোস্ট করেন তিনি। মেয়েই তাঁর শক্তি, সে কথা বহু সাক্ষাৎকারে বলেছেন তিনি। সিরিয়াল দিয়ে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেন স্বস্তিকা। এরপর একের পর এক ছবি করেছেন তিনি। কখনও হিন্দি আবার কখনও বাংলা– এই দুই মাধ্যমেই কাজ করেছেন চুটিয়ে। হয়েছেন কমার্শিয়াল ছবির হিরোইন, আবার বেছে নিয়েছেন আর্ট ফিল্মও। তাঁর কেরিয়ার গ্রাফ বেশ উঁচুতে। সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘কলা’তে দেখা গিয়েছে তাঁকে। সেই সিরিজও বেশ হিট। স্বস্তিকার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।