Jaya Ahsan: ‘গভীর দুঃখের মধ্যেই এসেছে…’, জয়ার শুভেচ্ছা পোস্টে আবেগে ভাসল ভক্তরা
Viral Post: সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণ সক্রিয়। মাঝে মধ্যেই ছবি পোস্ট করা থেকে শুরু করে নিজের কাজের আপডেট দিয়ে থাকেন তিনি। যা মুহূর্তে ভক্তদের নজর কাড়ে।
জয়া আহসান। ভারত-বাংলাদেশ দুই সিনে-দুনিয়াতেই এক কথায় বলতে গেলে দাপটের সঙ্গে রাজত্ব করছেন জয়া আহসান। একের পর এক বাঘা বাঘা ছবি তাঁর ঝুলিতে। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র নিজেরে ভেঙে গড়ে প্রমাণ করেছেন তিনি ঠিক কতটা সাবলীল তাঁর বড়পর্দায়। জয়া আহসান প্রথম থেকেই নিজের কাজ নিয়ে বেশ যত্নশীল। টলিউড হোক বা বাংলাদেশ, নিজের চরিত্রকে খুব যত্নের সঙ্গে পর্দায় ফুঁটিয়ে তুলে তিনি বারে বারে দর্শকদের মন জয় করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণ সক্রিয়। মাঝে মধ্যেই ছবি পোস্ট করা থেকে শুরু করে নিজের কাজের আপডেট দিয়ে থাকেন তিনি। যা মুহূর্তে ভক্তদের নজর কাড়ে।
আর সেই তালিকা থেকে ইদ কীভাবে বাদ থাকতে পারে? তাই এবার সকলের উদ্দেশে এক পোস্ট করে নজর কাড়লেন অভিনেত্রী। লিখলেন, গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এর পর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো।
View this post on Instagram
এখানেই শেষ নয়, ভাগ করেনিলেন পারিবারিক সংবাদও। লিখলেন, এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহু দিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি। ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক! শেয়ার করলেন ভাইয়ের সঙ্গে একটি ছবিও। বর্তমানে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী জয়া। টলিপাড়ার একাধিক প্রজেক্ট নিয়ে চলছে কথা। দর্শকদের নজরে এখন জয়ার পরবর্তী প্রজেক্ট।