Jaya Ahsan: ‘পরের জন্মে চুকিয়ে দেব’, হঠাৎ কেন এমন পোস্ট জয়ার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 22, 2023 | 6:28 PM

Bengali Actress: নতুন পোস্ট করে থাকেন তিনি ভক্তদের জন্য। কখনও ক্যান্ডিড লুকে, কখনও আবারও বোল্ড বিউটি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন। এবার বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করে তার সঙ্গে লিখলেন এক বিষাদ ভরা কবিতার বেশ কিছু লাইন।

Jaya Ahsan: পরের জন্মে চুকিয়ে দেব, হঠাৎ কেন এমন পোস্ট জয়ার

Follow Us

জয়া আহসান। ভারত-বাংলাদেশ দুই সিনে-দুনিয়াতেই এক কথায় বলতে গেলে দাপটের সঙ্গে রাজত্ব করছেন জয়া আহসান। একের পর এক বাঘা বাঘা ছবি তাঁর ঝুলিতে। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র নিজেরে ভেঙে গড়ে প্রমাণ করেছেন তিনি ঠিক কতটা সাবলীল তাঁর বড়পর্দায়। জয়া আহসান প্রথম থেকেই নিজের কাজ নিয়ে বেশ যত্নশীল। টলিউড হোক বা বাংলাদেশ, নিজের চরিত্রকে খুব যত্নের সঙ্গে পর্দায় ফুঁটিয়ে তুলে তিনি বারে বারে দর্শকদের মন জয় করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণ সক্রিয়। মাঝে মধ্যেই ছবি পোস্ট করা থেকে শুরু করে নিজের কাজের আপডেট দিয়ে থাকেন তিনি। যা মুহূর্তে ভক্তদের নজর কাড়ে।

নিত্য নতুন পোস্ট করে থাকেন তিনি ভক্তদের জন্য। কখনও ক্যান্ডিড লুকে, কখনও আবারও বোল্ড বিউটি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন। এবার বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করে তার সঙ্গে লিখলেন এক বিষাদ ভরা কবিতার বেশ কিছু লাইন। কী লেখা রয়েছে সেখানে? “এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব, এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন, মনে থাকবে?”

কবি আরণ্যক বসুর ‘মনে থাকবে’ কবিতার কয়েকটি লাইন তুলে এমনই পোস্ট করলেন জয়া আহসান। সঙ্গে শেয়ার করলেন একটি স্নিগ্ধ ছবি। বয়স যেন তাঁর দিন দিন কমছে। সোশ্যাল মিডিয়ার ছবি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। জয়া আহসান, বয়স তাঁর ৫০ ছুঁই ছুঁই। তবুও গ্ল্যামারে হার মানাবেন তরুণীদের। নিয়মিত জিম আর শরীরচর্চায় ওজন তাঁর এক জায়গাতেই থেমে রয়েছে। শরীরের কোথাও অতিরিক্ত মেদের ছিটেফোঁটাও নেই। যে পোশাকই তিনি পরেন না কেন সেই পোশাকেই তাঁকে লাগে সুন্দর।

যে পোশাকই তিনি পরেন না কেন সেই পোশাকেই তাঁকে লাগে সুন্দর। ভারত আর বাংলাদেশ- দুই দেশেই ছড়িয়ে রয়েছে তাঁর অজস্র ফ্যান। কয়েক বছর আগেও অধিকাংশ সময় শাড়ি, সালোয়ার, পালাজো-সহ ইন্ডিয়ান ওয়্যারেই বেশি দেখা যেত তাঁকে। ইদানিং কালে জয়া ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুই পোশাকেই হয়ে উঠেছেন আরও বেশি সাবলীল।

Next Article