Jeet: অমিতাভ-শাহরুখের বাড়ির সামনে এই ছবি স্বাভাবিক, এবার জিৎ-এর বাড়ির সামনে…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 01, 2023 | 3:52 PM

Jeet Birthday Celebration: নিজেকে তিনি এভাবেই সকলের সামনে তুলে ধরতে পছন্দ করেন। নেই কোনও বিতর্ক, নেই তাঁকে নিয়ে কোনও গসিপ। তিনি পর্দায় আসেন, ঝড় তুলে চলে যান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি মানুষ। তারই মাঝে এবার জন্মদিন সেলিব্রেশনের পালা। সকলেই জিৎকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন।

Jeet: অমিতাভ-শাহরুখের বাড়ির সামনে এই ছবি স্বাভাবিক, এবার জিৎ-এর বাড়ির সামনে...
জিৎ।

Follow Us

প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখার জন্য মরিয়া থাকেন আট থেকে আশি। তাঁদের বাড়ির সামনে ভিড় জমিয়ে রাখেন তাঁরা। রাতদিন এক করে সকলের সঙ্গে অপেক্ষা করতে থাকেন। কখনও এবার প্রিয় অভিনেতা আসবেন বাড়ির সামনে কিংবা বারান্দায়। এই ছবির কথা বললেই প্রতি রবিবার অমিতাভ বচ্চনের বাড়ির সামনের কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় প্রতিদিন শাহরুখের জন্য ভক্তদের অপেক্ষার ছবি। কিন্তু টলিপাড়ায় এই ছবি খুব একটা দেখা যায় না। কিন্তু জিৎ তো সুপারস্টার। দর্শকদের ধরাছোঁয়ার বাইরে। নিজেকে তিনি এভাবেই সকলের সামনে তুলে ধরতে পছন্দ করেন। নেই কোনও বিতর্ক, নেই তাঁকে নিয়ে কোনও গসিপ। তিনি পর্দায় আসেন, ঝড় তুলে চলে যান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি মানুষ। তারই মাঝে এবার জন্মদিন সেলিব্রেশনের পালা। সকলেই জিৎকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন।

প্রিয় অভিনেতাকে সামনে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যেভাবে ভিড় জমালেন এবার দর্শকেরা, তা দেখে রীতিমত অবাক হতে হয়। সকলের হাতে পোস্টার, সকলেই একবাক্যে এদিন জিতের নাম নিয়ে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল হল পলকে। জিৎ-কে দেখে এদিন মুগ্ধ সকলেই। ভক্তদের এই ভালবাসা জন্মদিনের দিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন তিনি। বাজনা, দামামার মাঝে তিনি বলে উঠলেন মানুষ ছবির সংলাপ। ‘আমি মানুষ হিসাবে হারতে পারি, বাবা হিসাবে নয়’। শেষে বললেন, ‘এই যে আপনারা এখানে এলেন, সারা বছরের অক্সিজেন দিয়ে চলে গেলেন’। সকলের সঙ্গে করলেন সেলিব্রেশন। ভক্তদের উচ্ছ্বাস এদিন ছিল চোখে পড়ার মতো। সুপারস্টার এদিন দর্শকদের সকলের থেকে এদিয়ে রাখলেন। তাঁদের জন্যই যে তিনি, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন।

Next Article