Actor Jeet: ‘২১ বছর পূর্ণ হল…’, জিতের জীবনের বিশেষ দিনে অতীত ঘুরে দেখলেন তারকা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 14, 2023 | 9:20 PM

Actor Jeet: ঠিক ২১ বছর আগের কথা। ঘটে যায় এক ঘটনা। যা রাতারাতি বদলে দেয় বাংলা সিনেমার আঙ্গিককে। ইন্ডাস্ট্রিতে হাজির হন আরও এক নতুন হিরো। নাম জিৎ মদনানি। মুক্তি পায় হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি 'সাথী'।

Actor Jeet: ২১ বছর পূর্ণ হল..., জিতের জীবনের বিশেষ দিনে অতীত ঘুরে দেখলেন তারকা
জিৎ।

Follow Us

 

 

ঠিক ২১ বছর আগের কথা। ঘটে যায় এক ঘটনা। যা রাতারাতি বদলে দেয় বাংলা সিনেমার আঙ্গিককে। ইন্ডাস্ট্রিতে হাজির হন আরও এক নতুন হিরো। নাম জিৎ মদনানি। মুক্তি পায় হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সাথী’। বক্সঅফিসে ওই ছবি রীতিমতো শোরগোল ফেলে দেয়। প্রথম ছবির জুটিই হিট। হিট সিনেমাও। টিকিটের জন্য রীতিমতো কাড়াকাড়ি। এর পর আর জিৎকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২১ বছর আগের এল ১৪ জুন হঠাৎই বদলে যেতে থাকে তাঁর জীবন। এর পর বয়ে গিয়েছে অনেক জল। বাংলা সিনেমার কমার্শিয়াল যুগও প্রায় শেষ। তবু জিৎ এখনও মশালাদার ছবির ট্রেন্ড বজায় রেখেছেন। বুধবার ‘সাথী’ মুক্তির ২১ বছর পার হতেই আবেগঘন তিনি। অভিনেতা হিসেবে আজ যে তাঁরও জন্মদিন। টুইটে অভিনেতা লেখেন, “২১ বছর তোমাদের সঙ্গে পূর্ণ হল। মনে হয় এই তো সবে শুরু। মনে এখনও অনেক আশা, অনেক ইচ্ছে, শুধু একটাই লক্ষ্য, তোমাদের বিনোদন দিয়ে যাব। এই জার্নি যারা অংশীদার, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ।” জিতের এই বিশেষ দিনে তাঁর অনুরাগীরাও আবেগে আপ্লুত। ধন্যবাদ জানিয়েছেন তাঁরাও। বাংলা সিনেমা জগতে জিতের অবদান মনে করিয়ে দিয়ে তাঁদের দাবি ‘সাথী’র সিকুয়াল চাই।

সাথীর সিকুয়াল নিয়ে এর আগে মুখ খুলেছিলেন জিতের সহ অভিনেতা প্রিয়াঙ্কা দ্বিবেদী। টিভিনাইন বাংলাকে তিনি বলেছিলেন, “সাথীর সিকুয়াল নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। সত্যি কথা বলতে,  সাথীর সিকুয়াল নিয়ে আমার আর জিতের কথা হয়েছে। আলোচনাও হয়েছে। কিন্তু এখনও ফাইনাল হয়নি কিছুই। সাথী আবারও পর্দায় আনা একটা বড় দায়িত্ব। ভাল চিত্রনাট্য দরকার। সবার ইমোশন জড়িয়ে। ও কলকাতায় আমি বেঙ্গালুরু, তাই এখনও পর্যন্ত কিছু ফাইনাল না হলেও অদূর ভবিষ্যতে এ নিয়ে সত্যিই ভাবছি আমরা। বাকিটা তো সময়ই বলবে।” আপাতত সময়ের দিকেই তাকিয়ে তাঁর ভক্তরা। কী হয় এখন সেটাই দেখার।


 

Next Article