Jeet-Navanya: বাবা-মেয়ের মজার খেলায় জিৎ ভক্তদেরও সঙ্গে নিলেন, দেখুন ভিডিয়ো

Jeet-Navanya: শুধু পোস্ট ভাগ নয়, খেলায় তাঁদের অংশ নেওয়ার জন্য দিয়েছেন বার্তা ক্যাপশনে।

Jeet-Navanya: বাবা-মেয়ের মজার খেলায় জিৎ ভক্তদেরও সঙ্গে নিলেন, দেখুন ভিডিয়ো
বাবা-মেয়ে জিৎ-নব্যনার মজার খেলায় আহ্বান ভক্তদেরও

| Edited By: Mahuya Dutta

Sep 14, 2022 | 6:04 PM

মেয়ে নব্যনা মনদানিকে নিয়ে জিৎ সুইমিং পুলে। মেতেছেন মজার খেলায়। বাবা-মেয়ের আনন্দে জিৎ ভোলেননি ভক্তদেরও। তাই এই বিশেষ মুহূর্ত ভাগ করেছেন ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে। শুধু পোস্ট ভাগ নয়, খেলায় তাঁদের অংশ নেওয়ার জন্য দিয়েছেন বার্তা ক্যাপশনে। কী রয়েছে জিতের পোস্ট করা ভিডিয়োতে? তিনি তাঁর ইনস্ট্রাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে চলছে বাবা-মেয়ের খেলা। কী করছেন তাঁরা? নাক বন্ধ করে দিচ্ছেন ডুব, জলের তলায়। সেখানে গিয়ে জিৎ দিচ্ছেন ফ্লাইং কিস। তার পর উঠে আসছেন আবার মেয়েকে সঙ্গে নিয়ে উপরে। সেই ভিডিয়ো পোস্টের সঙ্গে দিয়েছেন ক্যাপশন, ‘সকলের জন্য রইল জলের নীচে আমাদের বার্তা, দেখি পারেন কি না সংকেতলিপি উদ্ধার করতে..’

তাঁর ভিডিয়ো শেয়ার করতেই লাইকের সঙ্গে রয়েছে কমেন্ট। বাবা-মেয়েকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ কেউ তো আবার ডিকোড করছেন জিতের দেওয়া খেলার। ভক্তরাও তাঁদের দাদাকে পাঠিয়েছেন ফ্লাই কিং সহ ভালবাসা। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি।

 

জিৎ স্ত্রী এবং মেয়েকে নিয়ে দুদিন আগেই আর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে হাতির সঙ্গে খেলা করছেন তাঁরা। স্ত্রী মোহনা সরে গেলেও বাবা-মেয়ে খুব উপভোগ করছিলেন হাতির সঙ্গে খেলা। ভিডিয়োর সঙ্গে ক্যাপশন, ‘ট্রাঙ্ক ভালবাসায় ভর্তি’। সেখানেও ভক্তরা লাল হৃদয়ের ইমোজিতে ভরিয়েছেন। সঙ্গে মন্তব্য বাক্সও ভরিয়েছেন নানা মন্তব্যে।

জিৎ খুব কমই পরিবারের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। এই ভাবে পর পর তো দেখা যায় না। তবে এবার বিষয়টা পাল্টেছে। আশা করা যায় আরও ছবি মেয়ে-স্ত্রীর সঙ্গে শেয়ার করবে তিনি ভক্তদের সঙ্গে।

এই মুহূর্তে জিৎ ব্যস্ত তাঁর ছবি চেঙ্গিজ-এর কাজ নিয়ে। কাজের ফাঁকেই বেরিয়ে পড়েছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। এবার সেই ছবি ভাগ করলেন ভক্তদের সঙ্গে।