বিহঙ্গী বিশ্বাস
সোশ্যাল মিডিয়ায় নবনীতা দত্ত লিখেছিলেন, জিতু কামালের সঙ্গে আর সম্পর্কে নেই তিনি। করেছিলেন বিচ্ছেদের ঘোষণাও। TV9 Bangla-কে ফোনে জানিয়েছিলেন তিন মাস ধরেই আলাদা থাকছেন তিনি। এও জানিয়েছিলেন দীর্ঘ আলাপ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। নবনীতার কাছ থেকে এই খবর শোনামাত্রই জিতুর মতামতের জন্য TV9 Bangla যোগাযোগ করেছিল তাঁর সঙ্গেও। নবনীতা যে এমন কোনও পোস্ট করেছেন তা আমাদের কাছ থেকেই প্রথম জানেন তিনি, অন্তত তিনি বলেন এমনটাই। এর পরেই খানিক নিজেকে সামলে নিয়ে জিতু বলেন, “না না, এসব কিচ্ছু না। ওহ বাচ্চা মেয়ে। কোনও কারণে রাগ করেছে। এই সব কিচ্ছু না, দাঁড়ান আমি ওর সঙ্গে কথা বলে ফের ফোন করছি।” প্রসঙ্গত, এর কিছুক্ষণ অপেক্ষা করার পরেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিতুর ফোন আসেনি। টিভিনাইন বাংলার পক্ষ থেকে ফের জিতুকে ফোন করা হলেও তা বেজে গিয়েছে। তাহলে? নেহাতই মনকষাকষি? নাকি ডিভোর্সই হচ্ছে তাঁদের? নবনীতা জানিয়েছেন, আইনি পথে ইতিমধ্যেই হাঁটতে শুরু করেছেন তাঁরা। ২০১৯ সালে বিয়ে করেছিলেন এই জুটি। এতদিন সব ঠিকই ছিল… কিন্তু এই পোস্ট যেন সব হিসেবকেই গোলমেলে করে দিচ্ছে।
কী লিখেছিলেন নবনীতা তাঁর পোস্টে? নায়িকা লেখেন, “আমরা দুজন দুজনের সঙ্গে ভাল নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের এর ইতিটা নয়, এই ভাবেই হোক। ভাল থেকো জিতু কামাল।” প্রসঙ্গত, গত মাসেও একসঙ্গে লন্ডনে গিয়েছিলেন দুজনে। উপলক্ষ জিতুর সিনেমার শুটিং। নবনীতার অবশ্য দাবি, এই তাঁর প্রথম বিদেশ সফর ছিল। সবটা ঠিক হয়ে গিয়েছিল, তাই আর বাতিল করেননি সফর। এই মুহূর্তে নরুন ধারাবাহিক শুরু করেছেন নবনীতা। অন্যদিকে আগামী মাসেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে পরবর্তী সিনেমার শুটের জন্য লন্ডন উড়ে যাওয়ার কথা জিতুর। একদিনে যখন বিচ্ছেদের খবরে সেভাবে মান্যতা দেননি। অন্যদিকে সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। নবনীতার ছবি শেয়ার করে জিতু লেখেন, “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো..আগামীতে তাই করবো….