Jeetu kamal: ‘বউ মানেই চিন্তার’, হঠাৎ এ কী বললেন জিতু?

Viral Video: এরই মাঝে তবে বউ নিয়ে এ কী বলে বসলেন জিতু কামাল। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় জিতু। মাঝে মধ্যেই রিল থেকে শুরু করে ছবি ভিডিয়ো শেয়ার করে থাকেন জিতু।

Jeetu kamal: বউ মানেই চিন্তার, হঠাৎ এ কী বললেন জিতু?

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 23, 2023 | 2:03 PM

জিতু কামাল। কেরিয়ারের শুরু ছোট পর্দা থেকে হলেও এখন তিনি বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। একের পর এক ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে। তবে রিল লাইফে একদিকে যেমন তিনি ঝড় তুলেছেন সাফল্যের পাখায় ভর করে, ঠিক তেমনই আবার উল্টো ছবি রিয়েল লাইফে। স্ত্রী নবনীতা দাসের সঙ্গে তাঁর সংসার ভাঙার খবর সম্প্রতি উঠে এসেছে প্রকাশ্যে। বিচ্ছেদের পথে হেঁটে দুই স্টার এখন আলাদাই থাকছেন। এরই মাঝে তবে বউ নিয়ে এ কী বলে বসলেন জিতু কামাল। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় জিতু। মাঝে মধ্যেই রিল থেকে শুরু করে ছবি ভিডিয়ো শেয়ার করে থাকেন জিতু। এবার ঘুম ভেঙে তেমনই একটি ভিডিয়ো শেয়ার করলেন জিতু কামাল। যেখানে এক বিখ্যাত ভাইরাল মিমের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা গেল তাঁকে।

ভিডিয়ো-তে দেখা গেল জিতুকে জিজ্ঞেস করা হচ্ছে পত্নীকে ইংরেজিতে কী বলে? উত্তরে জিতু বললেন Tension (চিন্তা)। মুহূর্তে নিজেকে সুধরে নিয়ে বললেন কেন সমস্যায় ফেলছো? Wife-কে ইংরেজিতে বলে পত্নী, বলেই গুটিয়ে শুয়ে পড়লেন তিনি। জিতুর এই মজার ভিডিয়ো দেখা মাত্রই হাসির রোল নেটপাড়ায়। সকলেই একবাক্য আবারও তুলে আনলেন নবনীতা প্রসঙ্গ। বারবার জুটিকে নেটপাড়া অনুরোধ করেই চলেছে যাতে এই জুটি পুনরায় এক হয়ে যান। কিন্তু তাতে লাভের লাভ কিছু হওয়ার নয়, তা এতদিনে স্পষ্ট করে দিয়েছেন নবনীতা দাস। তাঁর কথায়, ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত এটা নয়, যে রাতারাতি তা পাল্টে ফেলব। এখন যদিও এই জুটি নিজের মতো করে কেরিয়ারে কাজ চালিয়ে যাচ্ছেন।