AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeetu Kamal: বড় চিন্তায় পড়েছেন জিতু, ভিডিয়ো করে জানালেন সমস্যায় কথা

Tollywood Inside: এদিন সকাল সকাল ভিডিয়ো করে জানালেন মনের কথা। বেশ সমস্যায় রয়েছেন অভিনেতা জিতু কামাল। জিম থেকে এই ভিডিয়োতে তিনি জানালেন, সন্ধ্যেবেলায় তাঁর একটি পারফর্ম রয়েছে। সেখানে কী নাচবেন বুঝতে পারছেন না। কী নাচ তুলবেন, সেটাও বুঝতে পরছেন না।

Jeetu Kamal: বড় চিন্তায় পড়েছেন জিতু, ভিডিয়ো করে জানালেন সমস্যায় কথা
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 1:05 PM
Share

সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় অভিনেতা জিতু কামাল। মাঝে মধ্যেই ভক্তদের জন্য করে থাকেন নানান পোস্ট। রবিবার বিশেষ দিনেও বাদ থাকল না তাঁর উপস্থিতি। এদিন সকাল সকাল ভিডিয়ো করে জানালেন মনের কথা। বেশ সমস্যায় রয়েছেন অভিনেতা জিতু কামাল। জিম থেকে এই ভিডিয়োতে তিনি জানালেন, সন্ধ্যেবেলায় তাঁর একটি পারফর্ম রয়েছে। সেখানে কী নাচবেন বুঝতে পারছেন না। কী নাচ তুলবেন, সেটাও বুঝতে পরছেন না। কীসের পারফর্ম ভাবছেন? জিতুর কথায় সন্ধ্যে সাতটার মধ্যে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ‘বান্ডিল’ করে দেবে, তারপর থেকেই শুরু হয়ে যাবে সেলিব্রেশন, বিভিন্ন জায়গায় উৎসবের আমেজ, তাই তখন নাচতে তো হবেই, কী নাচ নাচবেন ভোর থেকে সেই চিন্তায় পড়ে গিয়েছেন জিতু।

জিতুর কথায়, আমরা ১০-এ ১০। ১১-এ জিতব, ১১- মনে আছে তো…! জিতুর মতো গোটা দেশ এখন ভারত জেতার অপেক্ষায়। চলতি বছর ভারতের যে দাপট, তা অনেকটাই আশা বাড়িয়ে তুলেছে সকলের। সকলেই এক বাক্যে জানিয়ে দিচ্ছেন কাপ এবার ভারতেরই। কেউ কেউ আবার কড়া টক্কর উপভোগ করার অপেক্ষায় পলক গুনছেন। বিপরীতে অস্ট্রেলিয়া বলে কথা, মোট পাঁচবার বিশ্বকাপ তাঁরা ঘরে নিয়ে গিয়েছে। করেছে হ্যাট্রিক। সেই টিমের বিপরীতে আজ মাঠে নামছে টিম রোহিত শর্মা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু ২২ গজে লড়াই। গোটা দেশ জুড়ে এখন কেবলই প্রার্থনা।

প্রসঙ্গত, রবিবার দুপুরে ম্যাচ শুরুর আগেই ৯টি হক এয়ারক্রাফ্ট নিয়ে বিশেষ প্রদর্শনী করবে বায়ুসেনার সূর্যকিরণ টিম।  খেলা শুরুর ১৫ মিনিট আগে এই এয়ার শো-ই হয়তো ফাইনালের সেরা চমক হতে চলেছে। এয়ার শো’র পরেই থাকছে আন্তর্জাতিক পপ স্টার ডুয়া লিপার লাইভ পারফরম্যান্স। ১৯৯৬ সাল থেকে বায়ুসেনার ৫২ নম্বর স্কোয়াড্রনের সদস্য এই সূর্যকিরণ। এর আগে বহু অনুষ্ঠানেই পারফর্ম করেছে। তবে বিশ্বকাপ ফাইনালের মতো ইভেন্টে এই প্রথম পারফর্ম করতে চলেছে সূর্যকিরণ টিম।