Jeetu Kamal: ‘প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না’, প্রেম পাওয়ার টিপস দিলেন জিতু
Viral Post: রিয়েল লাইফ যিনি জমিয়ে প্রেম করেছেন, বিয়ে পরও অনবদ্য সমীকরণে নজর কাড়ছেন, সেই সেলেবস্টার এবার প্রেম নিয়ে দিলেন উপদেশ। না, কেবল ভাল প্রেমিক হলেই প্রেম করা যায় না।

অভিনেতা জিতু কামাল, ছোটপর্দা থেকে অভিনয়ের সফর শুরু। বর্তমানে দাপটের সঙ্গে রাজত্ব করছেন তিনি টলিপাড়ায়। একের পর এক শুটের কাজ নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি গিয়েছে বিদেশে। সেখান থেকেই পোস্ট করে সকলের নজর কাড়লেন জিতু। রিয়েল লাইফ যিনি জমিয়ে প্রেম করেছেন, বিয়ে পরও অনবদ্য সমীকরণে নজর কাড়ছেন, সেই সেলেবস্টার এবার প্রেম নিয়ে দিলেন উপদেশ। না, কেবল ভাল প্রেমিক হলেই প্রেম করা যায় না। তবে প্রেম করতে গেলে ভাল কী জানতে হয়? সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে করলেন এক ছোট্ট কমেন্ট, যা পলকে নজর কাড়ল ভক্তদের। জিতু লিখলেন, প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও।
জিতু কামাল বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। দিন দিন তাঁর বদলের সাক্ষী থাকছে নেটপাড়া। লুক থেকে শুরু করে অভিনয়, সবেতেই তিনি নিজেকে আরও দক্ষ করে তুলছেন। তাঁর সঙ্গে নবনীতা (জিতুর স্ত্রী)র কেমিস্ট্রিও নজর কাড়া। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই রোম্যান্টিক পোস্ট করে থাকেন জিতু। তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও শেয়ার করে মন জয় করেন ভক্তদের। সেই সেলেবের কাছ থেকেই প্রেমের টিপস পেয়ে ভক্তরা মুগ্ধ। তবে জিতুর কথা যদি অনুসরণ করতে হয়, তবে বলতেই হবে তাঁর সম্পর্কের এই ম্যাজিকের কারণই তাঁর অভিনয় গুন?
জিতুর সঙ্গে নবনীতার কেমিস্ট্রি ঠিক কেমন, তা এর আগে TV9 বাংলাকে জানিয়েছিলেন নবনীতা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ক্যাপশনে নবনীতা লিখেছিলেন, ‘দ্য কুইন সেভস দ্য কিং’। বাস্তবে নবনীতা যদি রানি হন, তা হলে তাঁর জীবনের রাজা হলেন স্বামী জিতু কমল। বাড়িতেও কি রানি সব কিছু থেকে রাজাকে বাঁচান? হেসে নবনীতা বলেছিলেন, “ব্যক্তিগত জীবনে উল্টোটা হয়। বাড়িতে ও আমাকে সেভ করে। কাজ সংক্রান্ত কাগজপত্রের ব্যাপার, আইনি দিক ও সামলে দেয়। আর আমারই অনেকগুলো কাজ করতে করতে ঘেঁটে হলে আমি সামলাই। কখনও আবার জীতু বাচ্চা হয়ে যায়। আমি তখন ঠাকুমার মতো আচরণ করি। ‘এটা করো না বাবা’। ‘মাথা ঠাণ্ডা রাখো’, এ সব বলি…।”
