জিতু কামাল। সদ্য তিনি লন্ডন থেকে ফিরলেন শুটিং সেরে। নিজের টিমকে যে তিনি বেজায় মিস করছেন, তা এক কথায় নিজেই স্পষ্ট ভাষায় সোশ্যাল মিডিয়ায় লিখে দিলেন। এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই জুটির নাম। এক শ্রেণীর ধারণা ছিল জিতু কামাল হয়তো গোপনে শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে সেই জল্পনা খুব বেশিদিন টেকেনি। নবনীতা দাস নিজেই সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁদের মধ্যে কোনওদিন কোনও তৃতীয় ব্যক্ত আসেনি। জিতু কামালও নবনীতার উদ্দেশে লিখেছিলেন, তিনি তাঁকে যেভাবে আগলে এসেছেন, সেভাবেই আগলে রাখবেন। ফলে এই জুটিকে নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। তারই মাঝে জিতু প্রেম নিয়ে একের পর পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
এবার দিলেন জীবনে সুখী হওয়ার পাঠ। ঠিক কী লিখলেন জিতু? জিতুর কথায়, জীবনে একটাই সুখ, কাউকে ভালবাসা ও ভালবাসা পাওয়া। তবে জিতুর এহেন পোস্ট দেখে ভক্তদের একটাই অনুরোধ, তিনি যেন সম্পর্ক ঠিক করে নেন। নবনীতা দাসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। তিনিও সোশ্যাল মিডিয়ায় হাজির হলেই একের পর এক অনুরোধ আসতে থাকে ভক্তদের থেকে। জিতু কামাল সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। তবে মাঝে বিচ্ছেদ ঝড়ে বেশ কিছুটা অস্বস্তিতে থাকলেও এখন তা কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন জুটি।
একদিকে যেমন একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জিতু কামাল, শ্রাবন্তীর সঙ্গে শেষ করলেন দুটি ছবির কাজ, ঠিক তেমনই আবার ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নবনীতা দাস। গত মাসেই খবর মিলেছিল এই জুটির বিচ্ছেদের। রাতারাতি চমকে উঠেছিল ভক্তরা। কেউ বিশ্বাস করতে পারেননি নিজের চোখকে। তবে খবরে শিরোনামে জায়গা করে নেওয়া এই জুটি বর্তমানে আলাদা হলেও দর্শকেরা এখনও কোথাও গিয়ে যেন অপেক্ষায় রয়েছেন যদিও সবটা ঠিক করে নেওয়া যায়…।