জিতু কামাল, দেশের থেকে এখন তিনি বিদেশের মাটিতেই বেশি ব্যস্ত থাকছেন তিনি শুটিং করতে। যদিও বর্তমানে ফিরে এসেছেন লন্ডন সফর থেকে। জিতুর ঝুলিতে এখন এক গুচ্ছ ছবি। তারই মাঝে খবর প্রকাশ্যে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবরও। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই খবর। নবনীতা দাসের সঙ্গে দীর্ঘ চার বছরের বৈবাহিক জীবনে সম্প্রতি ইতি টেনেছেন তিনি। দর্শকদের মাঝে এখন এই খবরই সব থেকে বেশি ভাইরাল। যদিও সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতিতে কোনও বিরাম বিশ্রাম নেই। ভক্তদের জন্য নিত্যদিন তিনি সময় করে এক বা দুটি পোস্ট করেই থাকেন। রবিরারের অলস বেলাও সেই তালিকা থেকে বাদ পড়ল না। এদিনও নেটপাড়া মজল জিতুর এক অন্যস্বাদের পোস্টে।
সমাজের স্বরূপ তুলে ধরলেন সকলের কাছে । যেখানে মানুষ ভাল বলার আগে ১০বার না ভাবলেও দোষ ধরার আগে সবার মুহূর্তে হাজির হয়ে যান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একটি সংলাপের সঙ্গে এদিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করলেন। কী বলা সেই সংলাপে? ”তোমার শ্রম কেউ দেখবে না। কিন্তু তোমার দোষ ধরতে সকলেই হাজির হবেন। কিছু বড় করতে না পারলেন তোমার খামতি খুঁজে বার করা হবে। আর যদি ভাল কিছু হয়ে যায়, তবে ভাগ্যের দোহাই দেবেন। এই সমাজ এত সহজ সমীকরণ জানে, যার চলে, এরা তাঁদের সঙ্গেই চলে।” যদিও জিতুর এই পোস্ট যেন বিন্দুমাত্র চোখে পড়ল না কারও। বরং কমেন্ট বক্স আবারও সেই চেনা অনুরোধ, আপনারা আবার এক হয়ে যান। যদিও জিতু ও নবনীতার বিচ্ছেদের সিদ্ধান্ত বেশ কয়েকমাস আগের। পাশাপাশি তাঁরা তাঁদের এই সিদ্ধান্ত নিয়ে আইনের পথেও পা বাড়িয়েছেন ইতিমধ্যে।