Jeetu Kamal: বিচ্ছেদের মাঝেই ভালবাসার পাঠ পড়ালেন জিতু

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 18, 2023 | 5:11 PM

Tollywood Gossip: নবনীতা ও জিতু একে অপরের থেকে আলাদা হচ্ছেন। তবে কি এই ভালবাসার মধ্যে কোনও খামতি থেকে গেল? সোশ্যাল মিডিয়ায় জিতু এবার পড়ালেন ভালবাসার পাঠ।

Jeetu Kamal: বিচ্ছেদের মাঝেই ভালবাসার পাঠ পড়ালেন জিতু

Follow Us

কয়েকদিন আগেই সামনে এসেছে জিতু কামাল ও নবনীতা দাসের বিবাহ বিচ্ছেদের খবর। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তা সিনেদুনিয়ায়। ভক্তরা যেন এই খবর মেনে নিতে পারছিলেন না। জিতু ও নবনীতা, যাঁদের মধ্যে সম্পর্কের গভীরত এতটা, তাঁরা একে অপরের জীবন থেকে সরে যাচ্ছেন, তা যেন এক কথায় মেনে নিতে নারাজ ছিলেন সকলেই। যদিও জিতু কামাল প্রাথমিকভাবে এই খবর দিতে চাননি। অস্বীকার করে গিয়েছিলেন। তবে সবটাই নিজে মুখে স্বীকার করেন নবনীতা দাস। প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন, তিনি ও জিতু একে অপরের থেকে আলাদা হচ্ছেন। তবে কি এই ভালবাসার মধ্যে কোনও খামতি থেকে গেল? সোশ্যাল মিডিয়ায় জিতু এবার পড়ালেন ভালবাসার পাঠ।
সোশ্যাল মিডিয়ায় এক সংগৃহিত পোস্ট করলেন জিতু, যেখানে লেখা, ভালবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালবাসো-সেটা ভালবাসা নয়- সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালবাসো- সেটা ভালবাসা নয়-সেটা লোভ। সেটা লালসা, যদি কারও টাকা দেখে ভালবাসো। তাহলে ভালবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাঁকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে- সেটাই ভালবাসা।
জিতুর এই পোস্ট দেখা মাত্রই আরও একবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিল। পোস্ট দেখা মাত্র, কেউ তাঁর যুক্তি সমর্থন করে লিখলেন, ভালো বেসে যদি এক সাথে থাকতে পারো কোনো দিন হাত টা না ছাড় সেটাই ভালবাসা! একে অপরের প্রতি বিশ্বাস সেটাই ভালবাসা…। কেউ আবার জিতুকে কটাক্ষ করে লিখলেন, শুধু একটা কথা বলবো মোহ তে আছেন মোহ থেকে বেরিয়ে আসুন। অপর একজন লিখলেন, সম্পর্ক যদি ভাবনার সঙ্গে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল। আর সম্পর্ক যদি স্বার্থের সঙ্গে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল।
Next Article