
জিতু কামাল ও নবনীতা দাসের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। স্ত্রীকে নিয়ে রটেছে পরকীয়ার গুঞ্জন। জনৈক স্নেহাল দত্তের নাম জড়িয়ে চলছে চর্চা। এমতাবস্থায় কার্যতই চুপ জিতু। মিডিয়ার প্রশ্ন এড়াচ্ছেন, জানিয়েছেন স্ত্রীকে নিয়ে একটি কথাও বলবেন না। মুখে কিছু না বললেও জিতুর শেয়ার করা প্রতিটি পোস্টই ইঙ্গিতপূর্ণ, এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা। এই যেমন, ইনস্টাগ্রামে একটি কোট শেয়ার করেছেন তিনি।
সেই পোস্টে লেখা, “খাঁটি মানুষেরা কখনওই তোমাকে ছেড়ে যাবে না। যাই পরিস্থিতি হোক না কেন?” এখানেই না থেমে জিতু যোগ করেছেন, ‘বোকা’। কাকে উদ্দেশ্য করে বলেছেন তিনি? পরোক্ষে ইঙ্গিত কি নবনীতার দিকেই? এমনিতে জিতুর কাছে তিনি ‘বাচ্চা বউ’। বিভিন্ন পোস্টে তাঁকে এভাবেই উল্লেখ করেছেন তিনি। তবে পরকীয়ার প্রসঙ্গ আসতেই এড়িয়ে গিয়েছেন তা। জন্মদিনে জিতুকে ফোন করেছেন বলে দাবি করেছিলেন নবনীতা। জিতু যদিও জানিয়েছিলেন একা বাড়িতেই জন্মদিন পালন করেছেন তিনি। অন্যদিকে দুইয়ে দুইয়ে চার, বিভিন্ন স্ক্রিনশট জড়ো করে জিতুর অনুরাগীরা দাবি করেছিলেন, নবনীতা ওই সময়ে গোয়ায় গিয়েছেন স্নেহালের সঙ্গে। জিতুর পোস্টে উল্লেখ করা ‘রিয়েল ওয়ান’ কি আদপে তিনি নিজে? প্রশ্ন উঠলেও উত্তর মিলছে না।